দুর্দান্ত বেনজেমায় ছুটছে রিয়ালের জয়রথ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৯ এএম, ২১ এপ্রিল ২০২২
দুর্দান্ত বেনজেমায় ছুটছে রিয়ালের জয়রথ

দারুণ ছন্দে আছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজেমা। ম্যাচের পর ম্যাচ দুর্দান্ত গতিতে ছুটে চলছেন তিনি। তার সাথে দুর্দান্ত গতিতে ছুটে চলছে স্প্যানিশ জায়ান্টরাও। তারই ধারায় এবার ওসাসুনাকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপার আরও কাছে পৌছে গেল লস ব্লাঙ্কোসরা।

বাংলাদেশ সময় বুধবার (২০ এপ্রিল) রাতে ওসাসুনার ঘরের মাথে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে রিয়াল। তারই ধারায় ম্যাচের দ্বাদশ মিনিটে এগিয়ে যায় তারা।

ফ্রি-কিক থেকে ডি-বক্সে বল পেয়ে গোলমুখে বাড়ান বেনজেমা। তাতে বুলেট গতির শট নেন ডেভিড আলবা। সেই শট কোনোমতে ঠেকিয়ে দেন ওসাসুনা গোলরক্ষক। তবে ফিরতি শটেই গোলরক্ষকের দুই পায়ের মাঝ দিয়ে দলকে এগিয়ে নেন স্প্যানিশ ডিফেন্ডার।

গোল খেয়ে মরিয়া হয়ে ওঠে ওসাসুনা। জবাব দিতে তাদের বেশিক্ষণ লাগলো না। ১৩তম মিনিটের সময় ডান দিক থেকে বল নিয়ে রিয়ালের ডি-বক্সে ঢুকে এসেকিয়েল আভিলা বল বাড়ান আন্তে বুদেমিরকে। আলতো টোকায় বাকি কাজ সারেন ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড।

প্রথমার্ধের বিরতির ঠিক আগমুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো অ্যাসেন্সিও। ৪৫ মিনিটের মাথায় এডওয়ার্ড কামাভিঙ্গার ক্রসে ভাসকেসের শট ওসাসুনা গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি বলে জাল কাঁপিয়ে দেন স্প্যানিশ ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলে চাপ বাড়ায় ওসাসুনা। রিয়ালও নিজেদের গতি ধরে রাখে। তবে গোল পায়নি কোনো দলই। নির্ধারিয়ত সময় পর্যন্ত এই অবস্থা চলতে থাকে। তবে যোগ করা সময়ের শেষ মুহূর্তে প্রতি-আক্রমণ থেকে বল পেয়ে দলকে তিন পয়েন্ট এনে দেন ভাসকেস।

এই জয়ে ৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৩৩ ম‍্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে আথলেটিকো মাদ্রিদ। ২ ম‍্যাচ কম খেলা বার্সেলোনা ৬০ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে। ৩২ ম‍্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক‍্যে পিছিয়ে চারে সেভিয়া।

রিয়ালের এই জয়ের ফল শিরোপার লড়াই থেকে ছিটকে গেল অ্যাথলেটিকো ও সেভিয়া। টিকে আছে কেবল বার্সা। তবে নিজেদের পরের ম্যাচগুলো থেকে চার পয়েন্ট পেলেই শিরোপা উচিয়ে ধরবে কার্লো আনচেলত্তির দল।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

নতুন কোচ হিসেবে রিয়াল কিংবদন্তি রাউলকে চায় লিডস

নতুন কোচ হিসেবে রিয়াল কিংবদন্তি রাউলকে চায় লিডস

ম্যানসিটিকে নিয়ে চিন্তিত নন রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ

ম্যানসিটিকে নিয়ে চিন্তিত নন রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ

চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনাল লড়াইয়ে ‘ইংল্যান্ড-স্পেন’ 

চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনাল লড়াইয়ে ‘ইংল্যান্ড-স্পেন’ 

বেনজেমা ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য: রোনালদো নাজারিও

বেনজেমা ব্যালন ডি’অর পাওয়ার যোগ্য: রোনালদো নাজারিও