বার্সার এক সমর্থকের বিরুদ্ধে দুই হাজার টিকিট বিক্রির অভিযোগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৮ পিএম, ২১ এপ্রিল ২০২২
বার্সার এক সমর্থকের বিরুদ্ধে দুই হাজার টিকিট বিক্রির অভিযোগ

ইউরোপা লিগে ফ্রাঙ্কফুর্টের কাছে হারের পর থেকেই টিকেট নিয়ে বিতর্ক চলছে। ঘরের মাঠে প্রতিপক্ষের এত বেশি দর্শক নিয়ে ম্যাচ শেষে বিরক্তি প্রকাশ করেছিলেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। ফ্র্যাঙ্কফুর্টের জন্য পাঁচ হাজার টিকেট বরাদ্দ থাকলেও মাঠে ছিলেন ত্রিশ হাজারের বেশি প্রতিপক্ষ দর্শক। এবার এক বার্সা সমর্থকের বিরুদ্ধে দুই হাজার টিকেট ফ্রাঙ্কফুর্টের সমর্থকদের কাছে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। 

টিকিটট কেলেঙ্কারির সূত্র ধরে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তে বার্সেলোনার টিকেট নীতিতে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছিলেন। নিজেদের মাঠে প্রতিপক্ষের এত দর্শকের উপস্থিতিতে তিনি লজ্জ্বিত ও বিব্রত বলে জানিয়েছিলেন তখন।

সম্প্রতি বার্সেলোনা সভাপতি লাপোর্তে জানিয়েছিলেন, “তারা এই টিকিট কেলেঙ্কারির বিষয়ে আলোচনা করছেন। ক্লাবের কয়েকটি সোসাইটি নিজের সুযোগ কাজে লাগিয়ে জার্মান (ফ্রাঙ্কফুর্ট) সমর্থকের কাছে টিকেট বিক্রি করেছে বলে জানিয়েছিলেন তিনি। এছাড়া ঐ সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে একজনের টিকেট অন্যজনের কাছে বিক্রিও নিষিদ্ধ করা হবে।”

এবার কাতালান রেডিও স্টেশন র‍্যাক ওয়ান তাদের এক প্রতিবেদনে বলছে, বার্সেলোনা এক সমর্থকদের বিরুদ্ধে তদন্ত করছে যার বিরুদ্ধে ফ্রাঙ্কফুর্ট সমর্থকদের বিরুদ্ধে দুই হাজার টিকেট বিক্রির অভিযোগ রয়েছে। 

চলমান পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে বার্সেলোনা। ঐ সমর্থকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন এবং ন্যূ-ক্যাম্পে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞাও দেওয়া হতে পারে বল এক সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তে।

সংবাদ সম্মেলনে বার্সেলোনা সভাপতি বলেন, “আমরা কঠোর পরিশ্রম করছি ঐ টিকিট বিক্রেতা গোষ্ঠীদের একত্রিতকরার জন্য। চলমান মৌসুমে তাদের দখলে ভালো জায়গার অনেক টিকেট রয়েছে। আমরা এর আগে যারা স্টেডিয়ামে ধ্বংসাত্মক কাজ করে তাদের নিষিদ্ধ করেছিলাম। এবার টিকেট বিক্রেতাদের আমরা নিষিদ্ধ করবো।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

১৯ বছর পর ন্যু ক্যাম্পে বার্সেলোনার টানা হার

১৯ বছর পর ন্যু ক্যাম্পে বার্সেলোনার টানা হার

ইউরোপা লিগে হেরে টিকিট নীতিতে পরিবর্তন আনছে বার্সেলোনা

ইউরোপা লিগে হেরে টিকিট নীতিতে পরিবর্তন আনছে বার্সেলোনা

মৌসুমের বাকি অংশে অনিশ্চিত বার্সেলোনা তারকা পেদ্রি

মৌসুমের বাকি অংশে অনিশ্চিত বার্সেলোনা তারকা পেদ্রি

বার্সা-লেভানডোভস্কি চুক্তিকে ভিত্তিহীন বলছেন আলেমানি

বার্সা-লেভানডোভস্কি চুক্তিকে ভিত্তিহীন বলছেন আলেমানি