পিএসজি-রিয়ালের উপর ‘ঝুলে’ আছে এমবাপের সিদ্ধান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩২ পিএম, ২৩ এপ্রিল ২০২২
পিএসজি-রিয়ালের উপর ‘ঝুলে’ আছে এমবাপের সিদ্ধান্ত

ফুটবল পাড়ায় আলোচনার টপিক এখন কিলিয়ান এমবাপে। পিএসজির সঙ্গে এমবাপের চুক্তির মেয়াদ শেষের সময় যতই ঘনিয়ে আসছে, ততই ভারী হচ্ছে গুঞ্জন। তবে এখনই রিয়াল মাদ্রিদের আগ্রহকে ‘হ্যাঁ’ বলতে পারছেন না ফ্রেঞ্চম্যান। কারণ পিএসজি-রিয়াল দুই দলের উপরই ঝুলে আছে এমবাপের সিদ্ধান্ত।

সম্প্রতি এমবাপের ব্যাপারে পিএসজির মালিকের সঙ্গে কথা বলতে কাতার ভ্রমণ করেছেন এমবাপ্পের মা ফায়জা লামারি। এমবাপের চুক্তির ব্যাপারে সম্ভাব্য আলোচনা চালিয়ে যেতেই কাতার ভ্রমণ করেছেন তিনি। এদিকে রিয়াল এই ব্যাপারে পুরো শান্ত। তারা এমবাপের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে সব।

বর্তমান পরিস্থিতি অবশ্য রিয়ালের পক্ষেই কথা বলে। তাতে এটুকু বুঝা যাচ্ছে যে, স্বদেশী ক্লাবে থাকার চেয়ে রিয়াল মাদ্রিদে চলে যাওয়াকেই এখনও অগ্রাধিকার দিয়ে রেখেছেন ফরাসি তারকা। রিয়ালের সঙ্গে আলোচনা করতে পরবর্তী সপ্তাহেই মাদ্রিদে যাবে এমবাপের পরিবার।

ঐদিকে শোনা যাচ্ছে, তাদের সেরা তারকাকে ধরে রাখতে সম্ভাব্য সবকিছুই করছে ফরাসি জায়ান্টরা। তারা এমবাপেকে একটি ব্ল্যাঙ্ক চেকের প্রস্তাব দিয়েছে। তবে চেকে নির্দিষ্ট পরিমাণ টাকার অঙ্ক রাখতে অস্বীকার করেছেন বিশ্বকাপজয়ী তারকা। কারন তিনি বেতনের ভিত্তিতে সিদ্ধান্ত নিবেন না।

বিখ্যাত স্প্যানিশ দৈনিক মার্কার মতে, এমবাপ্পে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। তার সিদ্ধান্ত নির্ভর করবে কোন দল তাকে সেরা সুযোগ সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনার দিকে জোর দিবে তার উপর।

এদিকে এমবাপে যদি রিয়াল মাদ্রিদেই যান তবে ট্রান্সফার মার্কেটের রেকর্ড ভাঙতে পারেন। তাকে দলে টানতে রিয়াল সম্ভাব্য ৮০ মিলিয়ন ইউরোর উপরে খরচ করবে অলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে যাচ্ছে তার পরিবার থেকেই। যা আগামী কয়েকদিনের মধ্যেই জানা যাবে।

২০১৮ সালের ১ জুলাই মোনাকো থেকে ১২০ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেন এমবাপে। পিএসজির জার্সিতে এ পর্যন্ত ২১২ ম্যাচ খেলেছেন ফরাসি তারকা। তাতে গোল করেছেন ১৬৫টি। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ৮৩টি। চলতি ২০২১-২২ মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন ফরাসিও তারকা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৩৫ গোল।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যারিয়ার নিয়ে এমবাপের সিদ্ধান্ত সমর্থন করবো: আশরাফ হাকিমি

ক্যারিয়ার নিয়ে এমবাপের সিদ্ধান্ত সমর্থন করবো: আশরাফ হাকিমি

নেইমার-এমবাপের গোলে শীর্ষস্থান মজবুত করলো পিএসজি

নেইমার-এমবাপের গোলে শীর্ষস্থান মজবুত করলো পিএসজি

আরও পাঁচ বছর খেলতে চান সার্জিও রামোস

আরও পাঁচ বছর খেলতে চান সার্জিও রামোস

এমবাপেকে রাখতে ১৫০ মিলিয়ন পাউন্ড দিতে প্রস্তুত পিএসজি

এমবাপেকে রাখতে ১৫০ মিলিয়ন পাউন্ড দিতে প্রস্তুত পিএসজি