পুলিশের জালে সাইফ স্পোর্টিংয়ের ৬ গোল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৮ পিএম, ২৫ এপ্রিল ২০২২
পুলিশের জালে সাইফ স্পোর্টিংয়ের ৬ গোল

টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগের দিনের চতুর্থ ম্যাচে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে রীতিমত উড়িয়ে দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। রাজশাহী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে পুলিশকে ৬-১ গোলে হারিয়ে দিয়েছে সাইফ স্পোটিং। এ জয়ে টেবিলের পাঁচ নম্বরে উঠে এসেছে সাইফ।

সোমবার (২৫ এপ্রিল) রাজশাহীর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং ক্লাব। দলের পক্ষে ২৬তম মিনিটে নাইজেরিয়ান ফুটবলার এমফন উদোহ প্রথম গোল করে দলকে এগিয়ে দেন।

সাইফ স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় গোলটি আসে ম্যাচে ৩১তম মিনিটে। সেটিও আসে আরেক নাইজেরিয়ান স্ট্রাইকার এমেকা ওগবুগ। দুই নাইজেরিয়ানের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর স্কোর লাইন ৩-০ করতে বেশি সময় লাগেনি সাইফ স্পোর্টিংয়ের।

৩৯তম মিনিটে ম্যাচে নিজের গোল করেন উজবেকিস্তানের ফুটবলার আসরর গফুরভ। ৩-০ গোলে পিছিয়ে যাওয়ার পর বিরতিতে যাওয়ার আগে ব্যবধান করায় পুলিশ ফুটবল ক্লাব। বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের পক্ষে ৪৫+২তম মিনিটে একমাত্র গোলটি করেন আইভরি কোস্টের ডিজেডজে।
sportsmail24
বিরতির পর নিজের জোড়া করেন সাইফ স্পোর্টিং ক্লাবকে ৪-১ গোলের লিড এনে দেন আসরর গফুরভ। এরপর ম্যাচের ৭৮তম মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম এবং শেষ দিকে ৮২তম মিনিটে মোহাম্মদ সাজ্জাদ হোসেন শেষ পেরাকটি মারেন। ফলে পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে ৬-১ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফ স্পোর্টিং ক্লাব।

এ জয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে গেছে সাইফ। নিজেদের খেলা ১২ ম্যাচে ৫ জয় ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট অর্জন করেছে তারা। আর সমান সংখ্যক ম্যাচে ৪ জয় ও ৪ ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে রয়েছে পুলিশ। এছাড়া টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সংগ্রহে রয়েছে ১২ ম্যাচে ২৯ পয়েন্ট।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্রাজিল ও ইরানের দুই ফুটবলারের গোলে বসুন্ধরার জয়

ব্রাজিল ও ইরানের দুই ফুটবলারের গোলে বসুন্ধরার জয়

প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ জামালের নতুন কোচ জোসেফ আপুসি

প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ জামালের নতুন কোচ জোসেফ আপুসি

কাতার বিশ্বকাপে ‘মেইড ইন বাংলাদেশ’

কাতার বিশ্বকাপে ‘মেইড ইন বাংলাদেশ’

‌‘না খেলেই’ এএফসি কাপের প্লে-অফের দ্বিতীয় পর্বে আবাহনী

‌‘না খেলেই’ এএফসি কাপের প্লে-অফের দ্বিতীয় পর্বে আবাহনী