বারিধারার বিপক্ষে বসুন্ধরা কিংসের ৬ গোলের উৎসব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৭ পিএম, ২৯ এপ্রিল ২০২২
বারিধারার বিপক্ষে বসুন্ধরা কিংসের ৬ গোলের উৎসব

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে নিজেদের জয়ের ধারা বজায় রেখেছে বসুন্ধরা কিংস। ঘরের মাঠ কিংস অ্যারেনায় উত্তর বারিধারাকে ৬-০ গোলে হারিয়েছে অস্কার ব্রুজনের শিষ্যরা। এ জয়ে ১৩ ম্যাচ থেকে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান সংহত করলো বসুন্ধরা কিংস।

ম্যাচের দুই অর্ধে তিনটি করে গোল করে বসুন্ধরা কিংস। ছয় গোলের মধ্যে চারটিই আসে দেশি ফুটবলারদের পা থেকে। বাকি দুই গোল করেন বিদেশি তারকারা।

ম্যাচের প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ২৬ মিনিটে মিগুয়েল ফেরেইরা গোলের যাত্রা শুরু করেন। এর চার মিনিট পর স্কোরলাইন দ্বিগুণ করেন সোহেল রানা। 

ম্যাচের ৩৮তম মিনিটে গোল করেন নতুন রিক্রুট গাম্বিয়ান ফরোয়ার্ড নুহা মুরং। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি।

বিরতির পর গোল পেতে অনেক বেশি সময় নিয়েছে অস্কারের শিষ্যরা। ম্যাচের একদম শেষদিকে দলের ব্যবধান ৪-০ করেন তৌহিদুল আলম সবুজ।

ম্যাচের ৮৭ মিনিটে সবুজ দলের চতুর্থ গোল করেন। ইনজুরি সময়ে সুমন রেজা ও আতিকুর রহমান ফাহাদ একটি করে গোল করলে ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

এই জয়ে ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করলো বসুন্ধরা। আর সমান সংখ্যক ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দুইয়ে শেখ জামাল। এক ম্যাচ কম খেলা আবাহনীর পয়েন্ট ২৫।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্রাজিল ও ইরানের দুই ফুটবলারের গোলে বসুন্ধরার জয়

ব্রাজিল ও ইরানের দুই ফুটবলারের গোলে বসুন্ধরার জয়

ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে ভেড়ালো বসুন্ধরা কিংস

ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে ভেড়ালো বসুন্ধরা কিংস

এএফসি কাপে বসুন্ধরার ভেন্যু সিলেট নয়, কলকাতা

এএফসি কাপে বসুন্ধরার ভেন্যু সিলেট নয়, কলকাতা

বাফুফের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ

বাফুফের পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ