ফুটবল বিশ্বে সবচেয়ে দামি স্পন্সর পেতে যাচ্ছে লিভারপুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৬ পিএম, ০২ মে ২০২২
ফুটবল বিশ্বে সবচেয়ে দামি স্পন্সর পেতে যাচ্ছে লিভারপুল

সাম্প্রতিক সময়ে মাঠের পারফর্মেন্সে দারুণ সফল ইংলিশ ক্লাব লিভারপুল। শুধু কি মাঠ? মাঠের বাইরেও এবার বড় স্পন্সর চুক্তি পেতে যাচ্ছে দলটি। বর্তমান স্পন্সর স্ট্যান্ডার্ড চার্টার্ডকে রেকর্ড ৮০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে লিভারপুল।

চলতি ২০২১-২২ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের দৌড়ে আছে লিভারপুল। এছাড়াও উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠার দৌড়েও আছে ক্লাবটি। এমন সময়ই নতুন জার্সি স্পন্সর চুক্তির বিষয়ে আলোচনা চালাচ্ছে ক্লাবটি। বিষয়টি নিশ্চিত করেছে বিভিন্ন ইংলিশ গণমাধ্যম।

তারা জানিয়েছেন, বর্তমান স্পন্সর স্ট্যান্ডার্ড চার্টার্ডের সাথে মৌসুম প্রতি ৮০ মিলিয়ন ইউরো চুক্তির জন্য জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে ক্লাবটি। মূলত সাম্প্রতিক সময়ে লিভারপুল দারুণ ছন্দে থাকায় অলরেডদের সাথে চুক্তি বাড়াতে আগ্রহ প্রকাশ করেছিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। আর এই সুযোগে দ্বিগুণ অর্থ দাবি করেছে ক্লাব কর্তৃপক্ষ।

এছাড়াও লিভারপুলের কিট স্পন্সর ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির চুক্তি দারুণ সফল হয়েছে। এই বিষয়টিও নজর কেড়েছে জার্সি স্পন্সর প্রতিষ্ঠানটির। এই কারণেও স্ট্যান্ডার্ড চার্টার্ড কর্তৃপক্ষ চুক্তির মেয়াদ বাড়াতে উঠে পড়ে লেগেছে।

এছাড়াও কিছুদিন আগেই কোচ ইয়ুর্গেন ক্লপের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছে লিভারপুল। তার অধীনেই ঘুরে দাঁড়িয়ে সাফল্যের মুখ দেখছে ক্লাবটি। ইয়ুর্গেন ক্লপের অধীনে দলটি আরও বেশি সাফল্য পাবে, এমন আশাতেও স্ট্যান্ডার্ড চার্টার্ড চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী বলে জানিয়েছে ইংলিশ বিভিন্ন গণমাধ্যম।

লিভারপুলের দাবিকৃত অর্থে স্ট্যান্ডার্ড চার্টার্ড রাজি হলে তারাই হবে সবচেয়ে দামি স্পন্সর। বর্তমানে সবচেয়ে দামি স্পন্সর রিয়াল মাদ্রিদের। মৌসুম প্রতি ৬০ মিলিয়ন পাউন্ড চুক্তিতে স্প্যানিশ ক্লাবটির জার্সিতে নিজেদের নাম লিখিয়েছে এমিরেটস এয়ারলাইন্স।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

সাংবাদিকদের ভোটে প্রিমিয়ার লিগের সেরা সালাহ

সাংবাদিকদের ভোটে প্রিমিয়ার লিগের সেরা সালাহ

২০২৬ পর্যন্ত লিভারপুলে থাকছেন ক্লপ

২০২৬ পর্যন্ত লিভারপুলে থাকছেন ক্লপ

জীবন ও ফুটবল উপভোগ করছি, বয়স কোনো বিষয় নয়: সালাহ

জীবন ও ফুটবল উপভোগ করছি, বয়স কোনো বিষয় নয়: সালাহ

রোনালদোর সন্তান হারানোর শোকে সামিল লিভারপুল সমর্থকরা

রোনালদোর সন্তান হারানোর শোকে সামিল লিভারপুল সমর্থকরা