৩০ বছরে ‘সত্যিকার অ্যাথলেটে’ পরিণত হয়েছেন বেনজামা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫০ পিএম, ০৬ মে ২০২২
৩০ বছরে ‘সত্যিকার অ্যাথলেটে’ পরিণত হয়েছেন বেনজামা

ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয়সূচক গোল করে সংবাদ মাধ্যমের শিরোনাম পাল্টে দিয়েছেন রিয়াল মাদ্রিদ সুপার স্টার করিম বেনজেমা। ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ বাঁশি বাজার মাত্র ৫ মিনিট আগে গোল করেন তিনি। তার জোড়া গোলে জয় পায় রিয়াল। বেনজেমার এমন দক্ষতার প্রশংসা করেছেন ক্লাবটির সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার। বলেন, ৩০ বছরে পৌঁছে সত্যিকারের অ্যাথলেটে পরিণত হয়েছে বেনজামা।

চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগে পেপ গার্দিওলার শিষ্যদের কাছ থেকে প্রথমে গোল হজম করে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে স্বাগতিক রিয়াল মাদ্রিদ। ফলে সিটির বিপক্ষে দুই লেগে ৫-৩ ব্যবধানে পিছিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা।

পিছিয়ে পড়লেও সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ইউরোপীয় আসরে নতুন এক ইতিহাস রচনা করে রিয়াল। ম্যাচের ইনজুরি টাইমে ৯০ ও ৯১ মিনিটে পরপর জোড়া গোল করে ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যান রদ্রিগো।

অতিরিক্ত সময়ের শেষ বাঁশি বাজার মাত্র ৫ মিনিট আগে করিম বেনজেমা পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে জয় এনে দেন ৩-১ গোলে। ফলে দুই লেগে ৬-৫ ব্যবধানে এগিয়ে থেকে টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে কার্লো আনচেলোত্তির দল।

সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার বেনজেমার এমন দক্ষতার প্রশংসা করে বলেন, বর্তমান বয়সে এসেই সে দারুণ করছে। কিছু দিন আগের মতো কম ওজন থাকলে হয়তো তিনি এমন চমৎকার ফর্ম দেখাতে পারতো না।

তিনি বলেন, ‘ইউরোপ জুড়েই এখন আমরা আকর্ষণীয় বিষয়গুলো দেখতে পাচ্ছি। বয়স্করাই বেশি দক্ষ। বেনজেমার ক্ষেত্রে আমি বলবো, ৩০ বছরে পৌঁছানোর আগে তার ওজন হয়তো দুই বা তিন কেজি বেশি ছিল। তবে এখন সে সত্যিকার অ্যাথলেটে পরিণত হয়েছে। সে এখন বিশ্বসেরা দুই বা তিনজন স্ট্রাইকারের মধ্যে একজন।’

ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় তুলে নেওয়ায় ২৮ মে’ প্যারিসে ফাইনালে লিভারপুলের মোকাবেলা করবে রিয়াল মাদ্রিদ। সেখানেও হয়তো রিয়াল মাদ্রিদ সুপার স্টার ৩০ বছরের করিম বেনজেমার ফুটবল নৈপূণ্য দেখবে ভক্তরা।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ মুহূর্তেও হারের চিন্তা করেননি আনচেলত্তি

শেষ মুহূর্তেও হারের চিন্তা করেননি আনচেলত্তি

এস্পানিওলকে উড়িয়ে দিয়ে লা লিগা শিরোপা রিয়ালের

এস্পানিওলকে উড়িয়ে দিয়ে লা লিগা শিরোপা রিয়ালের

রোমাঞ্চকর ম্যাচে রদ্রিগো বীরত্বে ফাইনালে রিয়াল মাদ্রিদ 

রোমাঞ্চকর ম্যাচে রদ্রিগো বীরত্বে ফাইনালে রিয়াল মাদ্রিদ 

২০২২ গোল্ডেন বুট লড়াইয়ের দৌড়ে আছেন যারা

২০২২ গোল্ডেন বুট লড়াইয়ের দৌড়ে আছেন যারা