ইউরোপা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন ফ্রাঙ্কফুর্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৯ এএম, ১৯ মে ২০২২
ইউরোপা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন ফ্রাঙ্কফুর্ট

ইউরোপা লিগে বার্সেলোনার আশা গুড়িয়ে দেয়ার পরই জার্মান দল আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে নিয়ে বাজি ধরার লোকের অভাব ছিল না। তাদেরকেই ধরা হয়েছিল সম্ভাব্য শিরোপাজয়ী। হলোও তাই। পরতে পরতে উত্তেজনা ছড়ানোর ম্যাচে নির্ধারিত সময় ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে রেঞ্জার্সকে ৫-৪ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বুন্দেসলিগার দলটি।

বাংলাদেশ সময় বুধবার (১৮ মে) রাতে সেভিয়ার মাঠে ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরুতেই আক্রমণে আধিপত্য দেখায় ফ্রাঙ্কফুর্ট। ম্যাচের বাকি সময়েও এই ধারাটা ধরে রাখে জার্মান দলটি। তবে প্রথমার্ধে গোলের মুখ দেখেনি কোনো দলই।

ম্যাচের ২০তম মিনিটে প্রথম ভালো সুযোগটি পায় ফ্রাঙ্কফুর্ট। মাঠের ডান দিক দিয়ে বক্সে ঢুকে একজনকে কাটিয়ে শট নেন আন্সগার নাফ। তবে তার শট ঝাঁপিয়ে ঠেকান রেঞ্জার্স গোলরক্ষক অ্যালান ম্যাকগ্রেগর। ৩৭তম মিনিটে রেঞ্জার্সের জন লুন্ডস্ট্রামের হেড থেকে দলকে রক্ষা করেন কেভিন ট্রাপ।

আসল খেলাটা জমে ছিল ম্যাচের দ্বিতীয়ার্ধের জন্য। তাতে ফ্রাঙ্কফুর্টের আক্রমণকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এগিয়ে যায় রেঞ্জার্স। ৫৭তম মিনিটে বলের পেছনে ছুটতে গিয়ে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান ফ্রাঙ্কফুর্টের ডিফেন্ডার তুতো। এই সূযোগে বক্সে ঢুকে শটে জাল খুঁজে নেন অরিবো।

গোল খেয়ে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি জার্মান দলটি। ম্যাচের ৬৯তম মিনিটেই সমতায় ফেরে ফ্রাঙ্কফুর্ট। বাঁ দিক থেকে ফিলিপ কোস্তিচের পাসে বক্সের মুখে বল পেয়ে পা বাড়িয়ে কেবল দিক ঘুরিয়ে দেন কলম্বিয়ান ফরোয়ার্ড বোরে। কিছু বুঝে ওঠার সুযোগ পাননি রেঞ্জার্স ডিফেন্ডাররা।

এরপর নির্ধারিত সময় পার হয়ে খেলা অতিরিক্ত সময়ে গড়ালেও কেউ গোল পায়নি আর কোনো দলই। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে প্রথম তিনটি করে শটে গোল করে দুই দলই। তবে অ্যারন র‌্যামজির নেওয়া রেঞ্জার্সের চতুর্থ শট ঠেকিয়ে দেন ফ্রাঙ্কফুর্টের ট্রাপ।

পাঁচ নাম্বার শটে রেঞ্জার্স গোল পেলে ফ্রাঙ্কফুর্টের পঞ্চম শটটি হয়ে দাঁড়ায় শিরোপা নির্ধারনী শট। তাতে অনায়াসে রেঞ্জার্স গোলরক্ষককে পরাস্ত করে ফ্রাঙ্কফুর্টকে উল্লাসে ভাসান বোরো। এ নিয়ে ৪২ বছর পর কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপা জিতল জার্মান দলটি। সবশেষ জিতেছিল ১৯৮০ সালে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

এমবাপেকে নিয়ে হাল ছাড়ছে না পিএসজি, আত্মবিশ্বাসী রিয়াল মাদ্রিদও

এমবাপেকে নিয়ে হাল ছাড়ছে না পিএসজি, আত্মবিশ্বাসী রিয়াল মাদ্রিদও

মেসির ইন্টার মিয়ামিতে যাওয়ার খবর 'মিথ্যা'

মেসির ইন্টার মিয়ামিতে যাওয়ার খবর 'মিথ্যা'

চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত হলেই বোনাস পাবেন কন্তে

চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত হলেই বোনাস পাবেন কন্তে

সমকামী জ্যাক ড্যানিয়েলসকে সমর্থন করবে ফুটবল: ক্লপ

সমকামী জ্যাক ড্যানিয়েলসকে সমর্থন করবে ফুটবল: ক্লপ