পিএসজি বিশ্বের সেরা ক্লাব হবে: ভেরাত্তি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৮ এএম, ১৯ মে ২০২২
পিএসজি বিশ্বের সেরা ক্লাব হবে: ভেরাত্তি

বর্তমান সময়ের সেরা তারকাদের নিয়ে গড়া দল পিএসজি। লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপেকে নিয়ে গড়া সেরা আক্রমণভাগ তাদের। কিন্তু এখনো দল হিসেবে বড় হয়ে উঠতে পারেনি তারা। তবে ক্লাবের ইতালিয়ান তারকা মার্কো ভেরাত্তি আশাবাদী, পিএসজি বিশ্বের সেরা ক্লাব হয়ে উঠবে।

ফরাসি গণমাধ্যম লা প্যারিসিয়ানের সঙ্গে আলাপকালে নানা বিষয় নিয়ে কথা বলেন ভেরাত্তি। এবার তারকাখচিত দল নিয়েও কেবল মাত্র লিগ শিরোপা জিতেই খুশি থাকতে হয়েছে পিএসজিকে। তবে এ নিয়ে খুব বেশি আক্ষেপ নাই ভেরাত্তির। খুব শীঘ্রই পিএসজি ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস এই মিডফিল্ডারের।

ইতালিয়ান তারকা বলেন, ‘আমি জানি পিএসজি একদিন বিশ্বের সেরা ক্লাব হয়ে উঠবে। এটা শুধু সময়ের ব্যাপার। এই বছরের শুরুতে আমরা ভালো করেছি। তারপর মাঝে বাজে কিছু সময় গেছে। তাতে আমরা তিন ধাপ পিছিয়েছি।’

রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার পর সমর্থকদের রোষানলে পড়তে হয় খেলোয়াড়দের। শুনতে হয়েছে দুয়ো। এটা মোটেই পছন্দ হয়নি ভেরাত্তির। তিনি বলেন, ‘সমর্থকদের শিস দেওয়ার অধিকার আছে, কিন্তু খেলা চলাকালীন নয়। খেলার সময় আমরা সবাই একসাথে থাকি।’

চলতি বছরের জুনেই এমবাপের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে পিএসজির। শোনা যাচ্ছে তিনি রিয়ালে যেতে পারেন। এ নিয়েও কথা বলেছেন ভেরাত্তি। তিনি চান ফরাসি তারকা পিএসজিতেই থাকুক। তবে ব্যক্তিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ না করাটাই ভালো বলে মনে করেন তিনি।

ভেরাত্তি বলেন, ‘আমরা সবাই চাই সে এখানে থাকুক। তবে যখন একটি সিদ্ধান্ত কাছাকাছি থাকে, তখন আমরা সেটা নিয়ে বেশি কথা বলি না। এটা তার সিদ্ধান্ত। সে যা ভালো মনে করে তাই করবে। আপনাদের মতো আমিও তার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।’

‘আমাদের মাঝে আড্ডাতে এসব বিষয় থাকে না। আমরা বেশিরভাগ সময় হাসির কথা বলি। আমি যখন বিজ্ঞপ্তি দেখি যে কিলিয়ান মাদ্রিদে যাচ্ছে, তখন হাসি খুব। এই হাসি আমার আমার পেটে ব্যথা করে দেয়। যদিও পরে আমি এসব নিয়ে আর ভাবি না।’ - ভেরাত্তি যোগ করেন।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

মানে নয়, লিভারপুলের ‘বিক্রির তালিকায়’ মোহাম্মদ সালাহ

মানে নয়, লিভারপুলের ‘বিক্রির তালিকায়’ মোহাম্মদ সালাহ

সমকামী জ্যাক ড্যানিয়েলসকে সমর্থন করবে ফুটবল: ক্লপ

সমকামী জ্যাক ড্যানিয়েলসকে সমর্থন করবে ফুটবল: ক্লপ

পিএসজি ছেড়ে জুভেন্টাসে যোগ দিচ্ছেন দি মারিয়া

পিএসজি ছেড়ে জুভেন্টাসে যোগ দিচ্ছেন দি মারিয়া

বার্সেলোনা-বায়ার্নের আলোচনায় চেলসির ‘নজর’

বার্সেলোনা-বায়ার্নের আলোচনায় চেলসির ‘নজর’