লেভানডোভস্কির জন্য ছয় কোটি ইউরো দাম হাঁকাচ্ছে বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১১ পিএম, ২০ মে ২০২২
লেভানডোভস্কির জন্য ছয় কোটি ইউরো দাম হাঁকাচ্ছে বার্সেলোনা

রবার্ট লেভানডোভস্কির বার্সেলোনা যাওয়া আটকাতে সর্বোচ্চ চেষ্টা করছে বায়ার্ন মিউনিখ। কিন্তু কিছুতেই পেরে উঠছে না তারা। লেভানডোভস্কি বার্সেলোনা যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। ইতিমধ্যে নিজের চাওয়ার কথা প্রকাশ্যেও বলেছেন এই পোলিশ স্ট্রাইকার। 

প্রয়োজন হলে মৌসুম শেষে ফ্রিতে ছেড়ে দিবে কিন্তু এখনই তাকে বিক্রি করবে না এমন মনোভাব ছিল বায়ার্ন মিউনিখের। তবে বায়ার্নের এই অটল মনোভাবে চিড় ধরেছে। লেভানডোভস্কির জেদের সাথে পেরে উঠছে না তারা। এ কারণে নতুন মৌসুমে এই পোলিশ স্ট্রাইকারকে ন্যু ক্যাম্পে ভেড়ানোর ব্যাপারে বার্সেলোনাও আশাবাদী হয়ে উঠেছে। 

তবে চুক্তি শেষ হওয়ার আগে কিনতে হলে দরদাম করতে হবে বায়ার্ন মিউনিখের সাথে। সাম্প্রতিক মৌসুমগুলোতে বায়ার্নের সাফল্যের অন্যতম বড় কারিগর রবার্ট লেভানডোভস্কি। আপাতত ফুটবল বাজারে লেভানডোভস্কির বিকল্প খুব বেশি নেই। তাই তাকে বিক্রি করতে বড় অংকের টাকাই চাইবে ক্লাবটি। তবে বায়ার্ন কত দাম চায় সেটার সাথে বার্সেলোনার চাওয়া মিলবে কিনা সেটাও এখন আলোচনার বিষয়। 

এদিকে বার্সেলোনা একটা দাম ঠিক করেছে। তারা লেভানডোভস্কির জন্য সর্বোচ্চ ছয় কোটি ইউরোকেই ঠিকঠাক মনে করছেন। বায়ার্ন মিউনিখের সাথে দরদামে মিললেই নতুন মৌসুমে বার্সেলোনার জার্সি গায়ে মাঠে নামতে পারবেন লেভানডোভস্কি।

এদিকে লেভানডোভস্কির এজেন্ট পিনি জাহিভিকে বার্সেলোনায় দেখা গেছে। সেখানে এক দোকান থেকে বার্সেলোনার দশটি জার্সি কিনেছেন তিনি। এমনকি জার্সিগুলোর পিছনে লেভানডোভস্কির নামও ছাপিয়েছেন জাহিভি। এছাড়া বার্সেলোনা শহরে বেশ কয়েকটি বাড়ি ঘুরে দেখেছেন লেভানডোভস্কির এজেন্ট। 

ইউরোপিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী বার্সেলোনার সাথে লেভানডোভস্কির চুক্তি চূড়ান্ত হয়ে গেছে। দুই পক্ষই চুক্তির সব ব্যাপারের সম্মত হয়েছে। এখন বায়ার্ন মিউনিখের সাথে বার্সেলোনার দরদাম হওয়াটাই বাকি। 

২০১৪ সালে বুরুশিয়া ডর্টমুন্ড থেকে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছিলেন লেভানডোভস্কি। ৮ বছরে বাভারিয়ানদের হয়ে অসংখ্য শিরোপা জিতেছেন। বায়ার্ন মিউনিখ সমর্থকদের অজস্রবার এনে দিয়েছেন উদযাপনের উপলক্ষ্য। সব প্রতিযোগীতা মিলিয়ে বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে এখন পর্যন্ত ২৫৩ ম্যাচ খেলেছেন লেভানডোভস্কি। এই সময়ে তিনি গোল করেছেন ২৩৮টি।

স্পোর্টসমেইল২৪/এসকেডি/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

‘সাকিব ছাড়া সকলের বিকল্প আছে, বোর্ড সভাপতিতেও’

‘সাকিব ছাড়া সকলের বিকল্প আছে, বোর্ড সভাপতিতেও’

ইউরোপিয়ান ফুটবলে দলবদল: ক্লাবগুলোর লক্ষ্য যারা   

ইউরোপিয়ান ফুটবলে দলবদল: ক্লাবগুলোর লক্ষ্য যারা  

কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ছে ফিফা, রেফারির দায়িত্বে ছয় নারী

কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ছে ফিফা, রেফারির দায়িত্বে ছয় নারী

প্রাক মৌসুমে যুক্তরাষ্ট্র সফরে যাবে বার্সেলোনা

প্রাক মৌসুমে যুক্তরাষ্ট্র সফরে যাবে বার্সেলোনা