মাঠেই চুরি হলো পিওলির চ্যাম্পিয়ন পদক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩১ এএম, ২৪ মে ২০২২
মাঠেই চুরি হলো পিওলির চ্যাম্পিয়ন পদক

দীর্ঘ ১১ বছর পর ইতালিয়ান জায়ান্ট এসি মিলানকে চ্যাম্পিয়নের মুকুট এনে দিয়েছেন স্টেফানো পিওলি। তার অধীনে ১৯তম বারের মতো সিরি-আ ঘরে তুলেছে ঐতিহ্যবাহী দলটি। তবে পিওলির শিরোপা জয়ের আনন্দে খানিকটা লাগাম টেনে দিয়েছে চ্যাম্পিয়ন পদক। মাঠ থেকেই পদকটি খুইয়েছেন এসি মিলান বস!

মাঠে শিরোপা উৎসবে ব্যস্ত বাকিদের সঙ্গে যোগ দিয়েছিলেন পিওলিও। এই সুযোগে ভীড়ের মধ্যে থেকেই এক ফাঁকে চোর কখন তার পদকটি হাত করে নিয়েছে সেটা টেরও পাননি এই ইতালিয়ান কোচ। চ্যাম্পিয়ন হওয়ার আনন্দেও তাই খানিকটা ভাটা পড়েছে তার।

রোববার (২২ মে) শেষ রাউন্ডের ম্যাচে সাসসুয়োলোকে ৩-০ গোলে হারিয়ে ১৯তম লিগ শিরোপা নিশ্চিত করে এসি মিলান। ম্যাচটি ছিল প্রতিপক্ষের মাঠে। তাই পিওলির হাহাকারটা একটু বেশিই যেন। কেননা, পদকটি ছাড়াই যে মিলানে ফিরতে হয়েছে চ্যাম্পিয়ন কোচকে।

গৌরবময় এই পদক হারিয়ে বেশ বিমর্ষ হয়ে পড়েছেন পিওলি। এক পর্যায়ে তিনি কাতর কণ্ঠে বলেন, ‘আমার চ্যাম্পিয়ন মেডেল চুরি গেছে। কেউ এটা আমার ঘাড় থেকে ছিনিয়ে নিয়েছে। আমি যদি আপিল করতে পারতাম, তবে কৃতজ্ঞ থাকব। এটাই আমার একমাত্র মেডেল।’

পদক হারালেও এই শিরোপা পিওলির জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ৫৬ বছর বয়সী এই কোচ তার প্রয়াত পিতাকে শিরোপা উৎসর্গ করেছেন। ২০১৯ সালের অক্টোবরে পিওলি মিলানের কোচ হিসেবে নিয়োগ পাওয়ার কয়েকদিন পরই তার বাবা মারা যান।

এসি মিলানে চলতি মৌসুমটা সব দিক দিয়েই দুর্দান্ত কেটেছে পিওলির। পদক হারালেও বাকি সবকিছুর জন্য খুশি হতেই পারেন ইতলিয়ান কোচ। চলতি মৌসুমে সিরি-আ’তে সেরা কোচের স্বীকৃতিও পেয়েছেন তিনি। তার হাতে পুরস্কারটি তুলে দেন মিলানের ক্রীড়া পরিচালক ও কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনি।

অন্যদিকে, পদক হারানোর শোকের মাঝেই পিওলির জন্য সুখবর দিলো সিরি-আ কর্তৃপক্ষ। বিষয়টি তাদের নজরে এসেছে। এসি মিলান কোচকে আরেকটি পদক দেওয়ার কথা এক টুইট বার্তায় নিশ্চিত করেছে তারা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

টাকা নিয়ে কোনো আলোচনা করিনি: এমবাপে

টাকা নিয়ে কোনো আলোচনা করিনি: এমবাপে

গার্দিওয়ালা ও ক্লপের সময়ের শেষ হতে চলছে: এরিক টেন হাগ

গার্দিওয়ালা ও ক্লপের সময়ের শেষ হতে চলছে: এরিক টেন হাগ

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদকে সমর্থন করবেন এমবাপে!

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদকে সমর্থন করবেন এমবাপে!

যুদ্ধবিধস্ত ইউক্রেনকে শিরোপা উৎসর্গ করলেন জিনচেনকো

যুদ্ধবিধস্ত ইউক্রেনকে শিরোপা উৎসর্গ করলেন জিনচেনকো