একশো মিলিয়ন দিয়ে ফরাসি ফুটবলার কিনলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪১ পিএম, ০৭ জুন ২০২২
একশো মিলিয়ন দিয়ে ফরাসি ফুটবলার কিনলো রিয়াল মাদ্রিদ

কিছুদিন ধরেই ফরাসি মিডফিল্ডার চৌমেনিকে দলে ভেড়ানোর চেষ্টা করছিল রিয়াল মাদ্রিদ। অবশেষে চেষ্টা সফল হলো, চৌমেনি এখন রিয়াল মাদ্রিদের ফুটবলার। একশো মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

কয়েকদিন আগেই ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপে ফিরিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদকে। কথাবার্তা অনেক দূর আগানোর পর আচমকাই রিয়ালকে না বলে দেন তিনি। এমবাপে না করলেও আরেক তরুণ ফরাসি ফুটবলার চৌমেনি রিয়ালকে না করেননি।

চৌমেনিকে দলে ভেড়ানোর দৌড়ে রিয়াল মাদ্রিদ, লিভারপুলের সঙ্গে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনও (পিএসজি) ছিল। এমবাপের ক্ষেত্রে পিএসজি জিতে গেলেও চৌমেনির বেলার রিয়াল মাদ্রিদের শেষ হাসি ফুটলো।

২২ বছর বয়সী চৌমেনি ফরাসি ক্লাব মোনাকোর হয়ে নজরকাড়া পারফর্মেন্স করেছে গেলো মৌসুমে। ফরাসি ক্লাবটির হয়ে ৭৪ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। মাঝ মাঠে তার অনবদ্য পাফর্মেন্স চোখ এড়ায়নি রিয়াল মাদ্রিদের। দৌড়ে থাকা বাকি তিন ক্লাবকে টক্কর দিয়ে চৌমেনিকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

দল-বদলে রিয়ালের বাজেট ৩৫০ মিলিয়ন ইউরো 

ফ্রান্সের জাতীয় দলেও এখন একাদশের নিয়মিত মুখ চৌমেনি। কাতার বিশ্বকাপেও ফ্রান্সের মাঝ মাঠের অন্যতম চালিকাশক্তি হবেন এই তরুণ ফুটবলার। সাধারণত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলা চৌমেনি একাধিক জায়গায় খেলতে পারেন।  

গ্রীষ্মকালীন দলবদলে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় খেলোয়াড় চৌমেনি। এর আগে চেলসি থেকে ফ্রি ট্রান্সফারে আন্তোনিও রুদিগারকে দলে ভিড়িয়েছে তারা। ২০২১-২২ মৌসুমে একের পর এক সাফল্য পেয়েছে রিয়াল মাদ্রিদ। লা-লিগায় তো কোনো দলই রিয়ালের সাথেই শিরোপা লড়াইতে আসতে পারেনি। বাকি দলগুলোকে অনেকটাই দর্শক বানিয়ে লা লিগার ৩৫তম শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ।

চ্যাম্পিয়নস লিগে তো নক আউট পর্বে একাধিক প্রত্যাবর্তনের জন্ম দিয়েছে রিয়াল মাদ্রিদ। ফাইনালে লিভারপুলকে হারিয়ে ১৪তম শিরোপা জিতেছে লস ব্লাংকোসরা। তবে এরকম সাফল্যে পরিপূর্ণ মৌসুম শেষে আরামসে বসে নেই তারা। ইতিমধ্যে নতুন দুইজন খেলোয়াড়কে দলে ভেড়ালো স্প্যানিশ জায়ান্টরা।

স্পোর্টসমেইল২৪/এসকেডি


শেয়ার করুন :


আরও পড়ুন

জেসুসের দাম ৫০ মিলিয়ন ইউরো, রিয়ালকে জানিয়ে দিলো ম্যানসিটি

জেসুসের দাম ৫০ মিলিয়ন ইউরো, রিয়ালকে জানিয়ে দিলো ম্যানসিটি

রাষ্ট্রপতি ম্যাক্রোনের কথাতেই পিএসজিতে থেকে গেছেন এমবাপে!

রাষ্ট্রপতি ম্যাক্রোনের কথাতেই পিএসজিতে থেকে গেছেন এমবাপে!

লেভানডোভস্কির মাথায় শুধুই বার্সেলোনা

লেভানডোভস্কির মাথায় শুধুই বার্সেলোনা

ডেনমার্ক-অস্ট্রিয়ার ম্যাচে মাঠে গর্ত, হতবাক ফুটবলাররা

ডেনমার্ক-অস্ট্রিয়ার ম্যাচে মাঠে গর্ত, হতবাক ফুটবলাররা