সুযোগ হাতছাড়ার ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে হারলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৭ পিএম, ১১ জুন ২০২২
সুযোগ হাতছাড়ার ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে হারলো বাংলাদেশ

শক্তিশালী বাহরাইনের বিপক্ষে হারের পর তুর্কমেনিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিল বাংলাদেশ শিবিরে। র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা তুর্কমেনিস্তানের মাঠের লড়াইটাও ছিল প্রায় সমানে সমান, তবে পারলেন না জামাল ভূঁইয়ারা। পিছিয়ে পড়ে দারুণভাবে সমতায় ফিরলেও শেষ দিকে আচমকা গোলে এশিয়ান কাপে হার নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ।

শনিবার (১১ জুন) মালয়েশিয়ার কুয়ালা লামপুরের বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে তুর্কমেনিস্তানের বিপক্ষে বাংলাদেশ হেরে গেছে ২-১ গোলে ব্যবধানে। এর আগে এশিয়ান কাপের বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী বাহরাইনের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল জামাল ভূঁইয়ারা।

ম্যাচ শুরুর দিকেই ভুল করা বাংলাদেশ পিছিয়ে পড়ে। ম্যাচের সপ্তম মিনিটে কর্নার থেকে আন্নাদুরদিয়েভ আলতিমিরাতের কোনাকুনি শট আটকাতে ব্যর্থ হন বাংলাদেশের গোলরক্ষক জিকো। ফলে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ।

পিছেয়ে পড়লেও সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি লাল-সবুজের প্রতিনিধিরা। গোল খাওয়ার পাঁচ মিনিট পরেই ম্যাচের ১২তম মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের গোলে দারুণভাবে সমতায় ফেরে বাংলাদেশ। এরপর সমতা ধরে রেখে বিরতিতে যায় জামাল ভূঁইয়ারা।
sportsmail24
দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে চলতে থাকা ম্যাচে একাধিক সুযোগ নষ্ট করে বাংলাদেশ। ম্যাচের ৭৭তম মিনিটে গোল খেয়ে বসে বাংলাদেশ। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা আলতিমিরাতকে আটকাতে পারেননি ডিফেন্ডার ইয়াসিন। গোলমুখে বাড়ানো বলে ফাঁকায় থাকা আরসলান আলতো টোকায় দলকে এগিয়ে দেন।

মালয়েশিয়ার মাঠে ম্যাচে শেষ দিকে শুরু হয় ভারী বর্ষণ। পিছিয়ে থাকা বাংলাদেশের দুঃখ আরও বেড়ে যায় একাধিক সুযোগ নষ্ট হওয়ায়। পুরো ম্যাচে সাহসী ফুটবল খেললেও শেষ পর্যন্ত হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ কবে নাগাদ বিশ্বকাপ খেলবে জানেন না সালাউদ্দিন

বাংলাদেশ কবে নাগাদ বিশ্বকাপ খেলবে জানেন না সালাউদ্দিন

বাহরাইনের বিপক্ষে দুই গোলে হারলো বাংলাদেশ

বাহরাইনের বিপক্ষে দুই গোলে হারলো বাংলাদেশ

শক্তিশালী ইন্দোনেশিয়াকে রুখে দিলো বাংলাদেশ

শক্তিশালী ইন্দোনেশিয়াকে রুখে দিলো বাংলাদেশ

‘শৃঙ্খলা ভঙের’ দায়ে জাতীয় দল থেকে বাদ নাবিব নেওয়াজ

‘শৃঙ্খলা ভঙের’ দায়ে জাতীয় দল থেকে বাদ নাবিব নেওয়াজ