মার্চেন্ডাইজ ও টিভি স্বত্ব বিক্রি অনুমতি পেল বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২২ পিএম, ১৭ জুন ২০২২
মার্চেন্ডাইজ ও টিভি স্বত্ব বিক্রি অনুমতি পেল বার্সেলোনা

অর্থনৈতিক দুর্দশা কাটিয়ে উঠতে একের পর এক অর্থ আয়ের পথ খুঁজে বেড়াচ্ছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। এবার কাতালানরা মার্চেন্ডাইজ ও টিভি স্বত্ব বিক্রি করে আয়ের পরিকল্পনা করেছে। ক্লাবের সাধারণ সভায় এই দুই স্বত্ব বিক্রির অনুমতি পেয়েছে ক্লাবটি।

বৃহস্পতিবার (১৬ জুন) অনুষ্ঠিত হয় বার্সেলোনার বার্ষিক সাধারণ সভা। সেখানেই বার্সেলোনা তাদের লাইসেন্সিং ও মার্চেন্ডাইজ স্বত্ব বিক্রির প্রস্তাব তোলে। সেখানে জানানো হয় ৪৯.৯ শতাংশ স্বত্ব বিক্রি করা হবে। স্বত্ব পুনরায় কেনার সুযোগ রেখে বিক্রি করা হবে বলেও জানিয়েছে।

মার্চেন্ডাইজ স্বত্ব বিক্রি করে ২০০-৩০০ মিলিয়ন ইউরো আয়ের চিন্তা করছে বার্সেলোনা। ক্লাবটির মার্চেন্ডাইজ স্বত্ব বিক্রির বিষয়টি ৫৬৮-৬৫ ভোটে পাস হয়। ১৩ জন কাউন্সিল কোনো পক্ষেই ভোট দেননি।

মার্চেন্ডাইস স্বত্ব বিক্রির রায় পাওয়ার পর টিভি স্বত্ব বিক্রির প্রস্তাব তোলে বার্সেলোনা। তারা জানায়, এক বিলিয়ন ডলারে ১০ বছরের জন্য ক্লাবের পুরো টিভি স্বত্ব বিক্রি প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয়েছে। কারণ, ক্লাবটি শুধুমাত্র ২৫ শতাংশ টিভি স্বত্ব বিক্রি করতে চায়।

২৫ শতাংশ টিভি স্বত্ব সর্বোচ্চ ২৫ বছর সময়ের জন্য বিক্রি করতে রাজি বার্সেলোনা। ক্লাবটির এই প্রস্তাব পাস হয় ৪৯৪-৬২ ভোটে। টিভি স্বত্ব থেকে ৫০০ মিলিয়ন ইউরো আয়ের পরিকল্পনা করছে। 

আসন্ন ২০২২-২৩ মৌসুম শুরু হবে চলতি বছরের ১ জুলাই থেকে। দল-বদলে ভালো খেলোয়াড় ও পুরাতন ফুটবলারদের ধরে রাখতে হবে চলতি বছরের ৩০ জুনের মধ্যে এই দুই স্বত্ব বিক্রি করতে হবে বলে জানিয়েছেন বার্সেলোনার সহ-সভাপতি ও অর্থনৈতিক কমিটির প্রধান এদুয়ার্দো রোমেও।

বার্সেলোনা তাদের বার্ষিক সাধারণ সভায় জানিয়েছে, এই দুই স্বত্ব বিক্রি করেন অন্তত ৭০০ মিলিয়ন ইউরো আয় করতে পারবে। যা দিয়ে খুব দ্রুতই ঘুরে দাঁড়াবে ক্লাবের অর্থনৈতিক অবস্থা। নির্ধারিত সময়ের মধ্যে মার্চেন্ডাইজ ও টিভি স্বত্ব বিক্রি করতে পারলে দল-বদলে ক্লাবটি চমকও দেখাতে পারে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

‘মেসি অসাধারণ খেলোয়াড়, তবে ম্যারাডোনার মতো নেতা নন’

‘মেসি অসাধারণ খেলোয়াড়, তবে ম্যারাডোনার মতো নেতা নন’

গাম্পার ট্রফিতে এবার মরিনহোর রোমার বিপক্ষে খেলবে বার্সেলোনা

গাম্পার ট্রফিতে এবার মরিনহোর রোমার বিপক্ষে খেলবে বার্সেলোনা

মেম্ফিসকে বিক্রি করার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে বার্সেলোনা

মেম্ফিসকে বিক্রি করার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে বার্সেলোনা

বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করলেন রবার্তো

বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করলেন রবার্তো