শেখ জামালকে হারালো মোহামেডান, মধুর জয় কোচ মানিকের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ২৭ জুন ২০২২
শেখ জামালকে হারালো মোহামেডান, মধুর জয় কোচ মানিকের

বেশিদিন হয়নি শেখ জামালের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন শফিকুল ইসলাম মানিক। ম্যাচের মাত্র তিন ঘন্টা আগে তাকে ছাঁটাই করেছিল শেখ জামাল। চলতি বছরের জুনে আচমকাই কোচ শূন্য হয়ে পড়ে মোহামেডানের ডাগ আউট। তখন মানিককে কোচের দায়িত্বে নিয়ে আসে তারা। মোহামেডানের কোচ হয়ে দ্বিতীয় ম্যাচেই শেখ জামালকে হারিয়ে তৃপ্তির জয় পেলেন মানিক। 

সোমবার (২৭ জুন) কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে ম্যাচে শেখ জামালের মুখোমুখি হয়েছিল মোহামেডানে। পুরো ম্যাচেই ভাগ্য বিপক্ষে থাকা মোহামেডান শেষ পর্যন্ত জিতেছে ৩-১ গোলে।

ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে শেখ জামালের রক্ষণভাগে আক্রমণ করতে থাকে মোহামেডান। ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যে ভাগ্য বিপক্ষে থাকায় গোল পায়নি মানিকের শিষ্যরা। ওবি মোনেকে বা পায়ের কোনাকুনি শট গোলপোস্টে লেগে ফিরে আসলে গোলবঞ্চিত হতে হয় তাদের।

২৫তম মিনিটে আরও একবার গোলপোস্ট বাঁধা হয়ে দাঁড়ায় মোহামেডানের সামনে। ফ্রি কিক থেকে অ্যারন রেয়ারডনের হেড ক্রসবারে ফিরে আসলে হতাশ হতে হয় মোডামেডান ডাগআউটকে। 

বিশ্বকাপের ভুয়া নম্বর প্লেট নিয়ে জনগণকে সতর্ক করলো কাতার

ম্যাচের প্রথম গোল আসে ৩৪তম মিনিটে। মোহাম্মদ ফাহিমের ক্রস থেকে দারুণ ভলিতে মোহামেডানকে এগিয়ে দেন মোরসালিন। তবে গোলের আনন্দ বেশিক্ষণ থাকেনি তাদের। চার মিনিট পর মোহামেডানের সুলেমানে দিয়াবাতের পায়ে লেগে আত্মঘাতী গোল হলে সমতায় ফেরে শেখ জামাল।

তবে আত্মঘাতী গোলের হতাশায় বেশিক্ষণ পুড়তে হয়নি মোহামেডানকে। আত্মঘাতী গোল করা সুলেমান এবার বল পাঠান শেখ জামালের জালে। শেখ জামালের রায়হানের হাতে বল লাগল পেনাল্টি দেন রেফারি। স্পটকিক থেকে গোল করেন সুলেমান।

sportsmail24

বিরতি থেকে ফিরেও প্রথম চেষ্টায় গোলপোস্টের কাছে হার মানে মোহামেডান। ৫৫তম মিনিটে মোহামেডানের রিমনের শট পোস্টে লেগে ফিরে আসলে আরও একবার গোলবঞ্চিত হতে হয় তাদের।

ম্যাচের ৬৯তম মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিল শেখ জামাল। তবে তাদের সামনে বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন মোডামেডান গোলরক্ষক আহসান হাবিব বপু।

ম্যাচের শেষদিকে ৮৩তম মিনিটে পেনাল্টি পায় মোহামেডান। পেনাল্টি থেকে সোলেমান দিবায়াত গোল করে শেখ জামালে কফিনে শেষ পেরেক পোতেন।

বাকি সময়ে আর গোল না হলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।  এই জয়ে পাঁচ বছর পর প্রিমিয়ার লিগে শেখ জামালকে হারালো মোহামেডান। সর্বশেষ ২০৬ সালে শেখ জামালের বিপক্ষে জয় পেয়েছিল তারা।

কোচ হিসেবে দায়িত্ব পেয়ে প্রথম ম্যাচে আবাহনী কাছে বড় ব্যবধানে হেরেছিলেন মানিক। শেখ জামালের বিপক্ষে এই জয় নিশ্চয়ই তাকে স্বস্তি দিবে।

১৭ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে মোহামেডান। ৩০ পয়েন্ট নিয়ে শেখ জামালের অবস্থান চতুর্থ নম্বরে।  ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বসুন্ধরা কিংস। ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আবাহনী লিমিটেড।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

‘চ্যাম্পিয়নস লিগে রিয়াল ভাগ্যের সহায়তা পেয়েছিল’

‘চ্যাম্পিয়নস লিগে রিয়াল ভাগ্যের সহায়তা পেয়েছিল’

নিলামে উঠছে ম্যারাডোনার বিশ্বকাপ জয়ের জার্সি

নিলামে উঠছে ম্যারাডোনার বিশ্বকাপ জয়ের জার্সি

অবসর ভাবনায় ইংলিশ কাপ্তান মরগান

অবসর ভাবনায় ইংলিশ কাপ্তান মরগান

কাতার বিশ্বকাপের বল পাকিস্তানে তৈরি

কাতার বিশ্বকাপের বল পাকিস্তানে তৈরি