সাইফের কাছে ধরাশায়ী আবাহনী, শিরোপার আরও কাছে বসুন্ধরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২২ পিএম, ০৩ জুলাই ২০২২
সাইফের কাছে ধরাশায়ী আবাহনী, শিরোপার আরও কাছে বসুন্ধরা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বড় ধাক্কা খেল শিরোপা প্রত্যাশী ঢাকা আবাহনী। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা দলটি সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে হেরে গেল ৪-২ গোলের ব্যবধানে। তৃতীয় স্থানে উঠে আসা সাইফের বিপক্ষে এ হারে শিরোপা থেকে অনেকটাই ছিটকে গেল আবাহনী, অন্যদিকে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের পথ আরও মসৃণ হলো।

রোববার (৩ জুন) মুন্সিগঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ঢাকা আবাহনী এবং সাইফ স্পোর্টিং ক্লাব। শনিবারের ম্যাচে মোহামেডানের সঙ্গে ড্র করেছিল বসুন্ধরা কিংস। ফলে সাইফ স্পোর্টিংকে হারাতে পারলে অনেকটাই এগিয়ে যেত আবাহনী। উল্টো হেরে গিয়ে শিরোপা জয় থেকেই অনেকটা ছিটকে গেল ঢাকার এ ক্লাবটি।

ম্যাচের ১৪তম মিনিটে নাইজেরিয়ান ফুটবলার এমফোন উদোর গোলে লিড নেয় সাইফ স্পোর্টিং ক্লাব। ২০ মিনিট পর ম্যাচের ৩৪তম মিনিটে সমতায় ফিরে আবাহনী। কোস্টারিকান ফুটবলার ড্যানিয়েল কলিন্দ্রেসের কর্নার থেকে বক্সের দুর্দান্ত ব্যাকভলিতে দলকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান ডোরিয়েল্টন।

ব্রাজিলিয়ান ফুটবলারের দুর্দান্ত ব্যাকভলিতে সমতায় ফিরলেও বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আবাহনী। ছয় মিনিট পর ম্যাচের ৪০তম মিনিটে সাইফকে আবারও লিড এনে দেন সবুজ হোসেন। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় সাইফ।

পিছিয়ে থাকায় ম্যাচে ফিরতে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মরিয়া হয়ে উঠে আবাহনী। সমতায় ফেরার চেয় উল্টো ম্যাচের ৬৫তম মিনিটে আরও পিছিয়ে যায় তারা। রহিমউদ্দিনের গোলে ৩-১ গোলের লিড নেয় সাইফ। তবে ৩-১ গোলে পিছিয়ে পড়েও চেষ্টার কমতি রাখেনি আবাহনী। তার সুফলও পায় তারা।

ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+৬) পেনাল্টি পেয়ে গোল করে আবাহনী। তবে শেষ মুহূর্তে আবারও হতাশ হতে হয় ক্লাবটির। ম্যাচের ৭১তম মিনিটে পেনাল্টি থেকে গোল পায় সাইফ। এরপর ৪-২ গোলের বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

এ হারে আবাহনীর পয়েন্ট এখন ১৮ ম্যাচে ৩৮। সমান ১৮ ম্যাচে বসুন্ধরা কিংসের সংগ্রহে রয়েছে ৪৫ পয়েন্ট। অন্যদিকে, আবাহনীকে হারানো সাইফ স্পোর্টিংয়ে পয়েন্ট ৩৩।

লিগে এখন আরও চার ম্যাচ বাকি রয়েছে। অর্থাৎ, পরের দুই ম্যাচ থেকে ছয় পয়েন্ট পেলেই বসুন্ধরা কিংসের শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে। এছাড়া শেষ দুই ম্যাচ বসুন্ধরা কিংস হারলে এবং আবাহনী শেষ চার ম্যাচ জিতলেও শিরোাপা বসুন্ধরা কিংসেরই থাকছে। সেক্ষেত্রেও এক পয়েন্ট বেশি থাকবে কিংসের।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

পুলিশের জালে সাইফ স্পোর্টিংয়ের ৬ গোল

পুলিশের জালে সাইফ স্পোর্টিংয়ের ৬ গোল

চার গোলের ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবের বড় জয়

চার গোলের ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবের বড় জয়

ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে মোহামেডানকে হারালো আবাহনী

ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে মোহামেডানকে হারালো আবাহনী

সিরি ‘এ’- তে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনা করবেন নারী রেফারি

সিরি ‘এ’- তে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনা করবেন নারী রেফারি