ড্রয়ের পর স্পেনের কষ্টের জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৪ এএম, ১০ জুন ২০১৮
ড্রয়ের পর স্পেনের কষ্টের জয়

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে এবার তিনউনিসিরিয়ার বিপক্ষে কষ্টের জয় পেয়েছে স্পেন। শনিবার রাতে প্রস্তুতি ম্যাচে ইয়াগো আসপাসের একমাত্র গোলে তিউনিসিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় পায় দলটি। এর আগে সুইজার‌ল্যান্ডের সঙ্গে ড্র করে ২০১০ ফুটবল বিশ্বকাপ জয়ী স্পেন।

ম্যাচে স্পেন বল দখলে এগিয়ে থাকলেও সুযোগ তৈরিতে তিউনিসিয়ার চেয়ে পিছিয়ে ছিল। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না দলটি। ১২ মিনিটে দুর্দান্ত সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি তিউনিসিয়া।

খেলার ১৯ মিনিটে তিউনিসিয়ার স্ট্রাইকারের ভলি স্পেনের ক্রসবারের উপর দিয়ে চলে গেলে রক্ষা পায় স্প্যানিশরা। ৩৪ মিনিটে আরও একবার সুযোগ হাতছাড়া করেন তিউনিসিয়ার স্ট্রাইকার। গোলশূন্য থেকেই বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে ৭৮ মিনিটে জর্ডি আলবাকে তুলে নিয়ে ইয়াগো আসপাসকে নামান স্পেন কোচ। কোচের আস্থার প্রতিদান দিতে খুব বেশি সময় নেননি আসপাস। ৮৪ মিনিটেই দলকে এনে দেন সেই কাঙ্ক্ষিত গোল। সেই এক গোলেই কোনমতে সম্মান বাঁচিয়ে মাঠ ছাড়ে স্পেন।



শেয়ার করুন :