ডি ব্রুইনির জোড়া গোলে ম্যানসিটির জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৭ পিএম, ২১ জুলাই ২০২২
ডি ব্রুইনির জোড়া গোলে ম্যানসিটির জয়

প্রাক মৌসুম প্রস্তুতির প্রথম ম্যাচে দারুণ এক জয় ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের এই জয়ের ম্যাচে জোড়া গোল করেছেন কেভিন ডি ব্রুইনি।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রের এনআরজি স্টেডিয়ামে ক্লাব আমেরিকার মুখোমুখি হয় পেপ গার্দিওয়ালার শিষ্যরা। ম্যাচের প্রথম থেকেই ছিল সিটিজেনদের আধিপত্য। সেই সুবাদে ম্যাচের ৩০তম মিনিটে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি।

দলের হয়ে প্রথম স্কোরশিটে নাম তোলেন কেভিন ডি ব্রুইনি। প্রথমার্ধে আর কোনো গোল না হলেও ম্যাচের ৪১তম মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন জোয়াও ক্যানসেলো। সেই সুযোগে এগিয়ে যেতে পারেনি ক্লাব আমেরিকা।

এগিয়ে যেতে না পারলেও মিনিট দুয়েক পরেই সমতায় ফেরে ক্লাব আমেরিকা। দলটির হয়ে গোল করেন মার্টিন।

সমতায় ফেরার দুই মিনিট পরেই প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দলের ব্যবধান দ্বিগুণ করে ডি ব্রুইনি। ম্যাচের ৪৬তম মিনিটে রিয়াদ মাহারেজের দারুণ এই এক ক্রস থেকে দলকে ক্লাব আমেরিকার জালে আরও একবার বল জড়ান ডি ব্রুইনি। এতে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানচেস্টার সিটি।

বিরতি থেকে খেলার ধার বাড়ালেও আর কোনো গোল করতে পারেনি পেপ গার্দিওয়ালার শিষ্যরা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

ক্লাব আমেরিকার বিপক্ষে ম্যাচে ৬৩ শতাংশ সময় বল নিজেদের কাছে ম্যানচেস্টার সিটি। এই সময়ে প্রতিপক্ষের জালে মাত্র ৭ টি শট নিতে পেরেছিল তারা। যার মধ্যে লক্ষ্যে ছিল মাত্র দুইটি। বিপরীতে ক্লাব আমেরিয়াক ৫ শটের ২টিই রেখেছিল সিটিজেনদের জালে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

নেইমারের বদলি সিটির সিলভাকে চায় পিএসজি!

নেইমারের বদলি সিটির সিলভাকে চায় পিএসজি!

ম্যানসিটি-মাহরেজ, চুক্তির মেয়াদ বাড়লো দুই বছর

ম্যানসিটি-মাহরেজ, চুক্তির মেয়াদ বাড়লো দুই বছর

ম্যানসিটি ছেড়ে চেলসিতে যোগ দিলেন স্টার্লিং

ম্যানসিটি ছেড়ে চেলসিতে যোগ দিলেন স্টার্লিং

ম্যানসিটিতে দারুণ সময় কাটানোর অপেক্ষায় হল্যান্ড

ম্যানসিটিতে দারুণ সময় কাটানোর অপেক্ষায় হল্যান্ড