মিরাজুলের হ্যাটট্রিকে মালদ্বীপকে উড়িয়ে দিলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২১ এএম, ৩০ জুলাই ২০২২
মিরাজুলের হ্যাটট্রিকে মালদ্বীপকে উড়িয়ে দিলো বাংলাদেশ

সাফ অনুর্ধ্ব২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তার একমাত্র গোলেই জিতেছিল বাংলাদেশ। রবিন রাউন্ড লিগের তৃতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে আবারও জ্বলে উঠলেন মিরাজুল ইসলাম। তার দুর্দান্ত হ্যাটট্রিকে মালদ্বীপের বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে জয়ে পেয়েছে বাংলাদেশের যুবারা। 

শুক্রবার (২৯ জুলাই) ভারতের ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে মালদ্বীপের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্গা ও ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর ছিল বাংলাদেশ শিবির।

মাঠেও তার ছাপ দেখা গেল। পুরো সময়েই মালদ্বীপের উপর ছড়ি ঘুরিয়েছে বাংলাদেশের যুবারা। ম্যাচের ১২তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ।

মালদ্বীপের বক্সের উপর থেকে মঈনুল ইসলাম মঈনের শট ঝাঁপিয়ে দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন মালদ্বীপ গোলরক্ষক শাইহান আলি। 

শ্রীলঙ্কার পর ভারতকেও হারালো বাংলাদেশের যুবারা

সাত মিনিট পরই অবশ্য ম্যাচের প্রথম গোল পায় বাংলাদেশ। ১৯তম মিনীটে পিয়াস আহমেদ নোভার শট মালদ্বীপ গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি শটে লক্ষ্যভেদ করেন মিরাজুল। 

তিন মিনিট পর ব্যবধান দ্বিগুন করে বাংলাদেশ। এবারও প্রথম শটে গোল না হওয়ার পর ফিরতি শটে ম্যাচে নিজের জোড়া গোল করেন মিরাজুল। 

দশ মিনিট পর আবারও গোল পেয়ে যায় বাংলাদেশ। ৩২তম মিনিটে রফিকুলের জোড়ালো শট মালদ্বীপের জালে ঢুকলে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় বাংলার যুবারা। 

বিরতিতে যাওয়ার আগেই হ্যাটট্রিক পূরণ করেন মিরাজুল। ৪২তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করার সঙ্গে সঙ্গে দলকে এগিয়ে ৪-০ গোল ব্যবধানে।

sportsmail24

প্রথমার্ধ জুড়ে বাংলাদেশের যুবাদের সামনে মালদ্বীপের রক্ষণভাগের অসহায়ত্ব দেখা গেছে। এক হালি গোলের এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

তবে দ্বিতীয়ার্ধে আর গোল করতে পারেনি বাংলাদেশ। প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে বেশ ভালো রক্ষণ সামলিয়েছেন মালদ্বীপের ডিফেন্ডাররা।

৫২তম মিনিটে এক গোল হজম করে বাংলাদশ। বাংলাদেশের বক্সে কিছুটা ভাংগ্যের ছোয়ায় পাওয়া বল কোনাকুণি শটে জালে জড়ান জাইন।

ম্যাচের বাকি সময়ে বেশ কয়েকটি সুযোগ পেলেও ফিনিশিংয়ের দক্ষতায় গোল সংখ্যা আর বাড়াতে পারেনি বাংলাদেশ। ফলে ৪-১ গোল জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের যুবারা। 

মঙ্গলবার ( ২ আগস্ট) রবিন রাউন্ডের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি বাংলাদেশ। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

প্রিমিয়ার লিগ থেকে অবনমিত স্বাধীনতা ক্রীড়া সংঘ

প্রিমিয়ার লিগ থেকে অবনমিত স্বাধীনতা ক্রীড়া সংঘ

ট্রফি ছাড়াই আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংসের ‘শিরোপা উদযাপন’

ট্রফি ছাড়াই আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংসের ‘শিরোপা উদযাপন’

প্রেশার বাড়ায় কমনওয়েলথ গেমস থেকে বাদ বাংলাদেশি বক্সার সুর কৃষ্ণ

প্রেশার বাড়ায় কমনওয়েলথ গেমস থেকে বাদ বাংলাদেশি বক্সার সুর কৃষ্ণ

আফগানিস্তানের ক্রিকেট মাঠে বিস্ফোরণ, আহত চার

আফগানিস্তানের ক্রিকেট মাঠে বিস্ফোরণ, আহত চার