সাফের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৭ এএম, ০৩ আগস্ট ২০২২
সাফের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

সাফ অনুর্ধ্ব’২০ চ্যাম্পিয়নশিপের চলতি আসরে বাংলাদেশের বিপক্ষে হেরে শুরু করেছিল ভারত। ফাইনালে সেই ভারতকেই প্রতিপক্ষ হিসেবে পেল বাংলাদেশের যুবারা। 

আসরে বাংলাদেশের বিপক্ষে হারের পর বাকি দলগুলোকে স্রেফ উড়িয়ে দিয়েছে ভারতের যুবারা। রবিন রাউন্ড লিগের শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে হার এড়াতে পারলেই ফাইনাল খেলার সমীকরণ মিলে যেত ভারতের। 

সে পথে না হেটে মালদ্বীপের বিপক্ষে ১-০ গোল ব্যবধানে জিতে চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় সেরা দল হিসেবে ফাইনালে উঠলো তারা। তবে জয়সূচক গোল পেতে দেরী করতে হয়েছে ম্যাচের শেষ পর্যন্ত।

ম্যাচ যখন নিশ্চিত ড্র-এর দিকে গড়াচ্ছিল। তখনই ৮৯তম মিনিটে ভারতকে জয়সূচক গোল এনে দেন গুরকিরাত সিং। 

সাফের ফাইনালে বাংলাদেশের যুবারা

ভারতকে ফাইনালে পেয়ে প্রতিশোধের হাতছানি বাংলাদেশ শিবিরে। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৮ আসরের ফাইনালে ভারতের কাছেই ২-১ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল বাংলাদেশের।

ফাইনালে উঠে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে বলে জানান এই আসরে বাংলাদেশের যুবারের কোচের দায়িত্ব পালন করা পল স্মলি। বলেন, “আমরা প্রথম লক্ষ্য পূরণ করতে পেরেছি, ফাইনাল খেলার যে লক্ষ্য আমরা ঠিক করেছিলাম।”

sportsmail24

তবে মাত্র আটদিনে চার ম্যাচ খেলার ধকল নিয়ে চিন্তিত তিনি। তাই এখন রিকভারির দিকে মনোযোগ স্মলির। 

“প্রথমত আমি খুবই খুশি। ছেলেদেরকে, দলের স্টাফদেরকে এবং আমাদেরকে সমর্থন দেওয়া ফেডারেশনকে (বাফুফে) বিশেষ ধন্যবাদ এখন আমরা রিকভারির দিকে মনোযোগ দিব এবং ফাইনালের জন্য প্রস্তুতি নিব” যোগ করেন স্মলি।

চলতি মাসের শুক্রবার (৫ আগস্ট) অনুষ্ঠিত হবে সাফ অনুর্ধ্ব’২০ চ্যাম্পিয়নশিপের চলতি আসরের ফাইনাল।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

রহমতগঞ্জকে ৭ গোলে উড়িয়ে দিয়ে পাঁচ নম্বরে মোহামেডান

রহমতগঞ্জকে ৭ গোলে উড়িয়ে দিয়ে পাঁচ নম্বরে মোহামেডান

জিতে অবনমন এড়ালো মুক্তিযোদ্ধা, জয়ে শেষ আবাহনীর

জিতে অবনমন এড়ালো মুক্তিযোদ্ধা, জয়ে শেষ আবাহনীর

ভারতের বিপক্ষে গোল করে ইচ্ছা পূরণ হয়েছে নোভার

ভারতের বিপক্ষে গোল করে ইচ্ছা পূরণ হয়েছে নোভার

প্রিমিয়ার লিগে হ্যাটট্রিট শিরোপা জিতলো বসুন্ধরা কিংস

প্রিমিয়ার লিগে হ্যাটট্রিট শিরোপা জিতলো বসুন্ধরা কিংস