জিতে অবনমন এড়ালো মুক্তিযোদ্ধা, জয়ে শেষ আবাহনীর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ৩১ জুলাই ২০২২
জিতে অবনমন এড়ালো মুক্তিযোদ্ধা, জয়ে শেষ আবাহনীর

উত্তর বারিধারাকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ২০২১-২২ মৌসুম শেষ করেছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড। 

নিজেদের হারের দিনে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের হার প্রয়োজন ছিল বারিধারার! মুক্তিযোদ্ধা হারলেই প্রিমিয়ার লিগে টিকে থাকতে পারতো তারা। 

কিন্তু লিগে তৃতীয় হওয়া সাইফ স্পোর্টিংকে হারিয়ে ৩-২ গোলে হারিয়ে নিজেদের অবনমন ঠেকিয়েছে মুক্তিযোদ্ধা। আর তাদের জয়ে প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হয়েছে বারিধারার। 

শনিবার (৩০ জুলাই) গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে লিগের শেষ ম্যাচে উত্তর বারিধারার মুখোমুখি হয়েছিল আবাহনী। 

প্রিমিয়ার লিগে হ্যাটট্রিট শিরোপা জিতলো বসুন্ধরা কিংস

দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো হ্যাটট্রিকসহ চার গোল করে রাঙিয়ে রাখেন মৌসুমের শেষ প্রিমিয়ার লিগ ম্যাচ। 

১৯তম মিনিটে প্রথম গোল করেন গোমেস, তিন মিনিট পরই নিজের জোড়া গোলের পাশপাশি দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। 

বিরতিতে যাওয়ার আগেই হ্যাটট্রিক পূর্ণ করেন গোমেস। একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের একটু ওপর থেকে রাফায়েলের পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের একমাত্র গোল পায় বারিধারা। বা পাশ থেকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন মারুফ। 

প্রিমিয়ার লিগ থেকে অবনমিত স্বাধীনতা ক্রীড়া সংঘ

৫৭তম মিনিটে আবারও গোল পায়, এবার গোল করেন রাফায়েল। ৭৩ মিনিটে ম্যাচে নিজের চতুর্থ গোল করেন গোমেস, আবাহনী এগিয়ে যায় ৫-১ গোলের ব্যবধানে। শেষ দিকে বারিধারার সাইদস্তোন ফজিলভ গোল করলেও সেটা কেবল হারের ব্যবধান কমিয়েছে।

অন্যম্যাচে একই সময়ে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে সাইফ স্পোর্টিংয়ের মুখোমুখি হয়েছিল মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ। 

জয়ের বিকল্প নেই এমন ম্যাচে দারুণ খেলে জয় পেয়েছে তারা। মুক্তিযোদ্ধার হয়ে ম্যাচে গোল করেছেন তেতসুয়াকি মিসুয়া, সুদি আব্দুল্লাহ ও ওবায়দুর রহমান নবাব। 

সাইফের বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে জয়ে প্রিমিয়ার লিগে টিকের রইলো তারা। ২২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নবম স্থানে আছে তারা।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের বিপক্ষে গোল করে ইচ্ছা পূরণ হয়েছে নোভার

ভারতের বিপক্ষে গোল করে ইচ্ছা পূরণ হয়েছে নোভার

শুরু থেকে শেষ; একই হোটেল, একই অনুশীলন ভেন্যু!

শুরু থেকে শেষ; একই হোটেল, একই অনুশীলন ভেন্যু!

ট্রফি ছাড়াই আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংসের ‘শিরোপা উদযাপন’

ট্রফি ছাড়াই আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংসের ‘শিরোপা উদযাপন’

মেয়েদের সাফ ফুটবলে বাংলাদেশের গ্রুপে ভারত

মেয়েদের সাফ ফুটবলে বাংলাদেশের গ্রুপে ভারত