‘সিলভা আসলে বার্সেলোনা ছাড়বেন গাভি’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৫ পিএম, ০৭ আগস্ট ২০২২
‘সিলভা আসলে বার্সেলোনা ছাড়বেন গাভি’

অর্থনৈতিক সংকট সামলে দলবদলের বাজারে বেশ ভালোভাবেই ঘুরে দাড়িয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। বেশ কয়েকজন খেলোয়ারড়কে দলে ভিড়িয়ে ফুটবল বিশ্বে রীতিমতো হইচই ফেলে দিয়েছে ক্লাবটি।

তাদের এবার চোখ পড়েছে ম্যানচেস্টার সিটির পর্তুগিজ মিডফিল্ডার বার্নাডো সিলভার দিকে। সিটির সঙ্গে সিলভাকে নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা।

তবে এর মধ্যে নিজের ঘরেই সিলভাকে নিয়ে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বার্সেলোনাকে। ক্লাবটির তরুণ মিডফিল্ডার গাভি জানিয়েছেন, সিলভা আসলে চুক্তি নবায়ন করবেন না।

২০২১-২২ মৌসুমে বার্সেলোনার সেরা পারফর্মারদের একজন গাভি। মাঝমাঠে তার অনবদ্য পারফর্মেন্স মুগ্ধ করেছে সবাইকে। কোচ জাভি হার্নান্দেজের পরিকল্পনাতেও আছেন বেশ ভালোভাবে! 

আরও খেলোয়াড় চান জাভি, সিলভার দিকে চোখ বার্সেলোনার

বার্সেলোনার ভবিষ্যৎ ধরা হচ্ছে গাভি, আনসু ফাতি ও পেদ্রিকে। তবে সিলভা আসলে একাদশে জায়গা পেতে লড়াই করতে হবে এই চিন্তাতেই হয়তো ক্লাবকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছেন তিনি। 

আগামী গ্রীষ্মে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে গাভির। ফলে এখন থেকেই চুক্তি নবায়ন করতে গাভিকে চাপ দিচ্ছে বার্সেলোনা। কারণ, ইতিমধ্যে গাভির জন্য লিভারপুল, বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলো আগ্রহ প্রকাশ করেছে।

বার্সায় চলে যাবেন আলানসো, তাই মাঠে নামাননি চেলসি কোচ

তবে সিলভাকে নিয়ে গাভির হুমকি নিশ্চয়ই ভাবাবে বার্সেলোনাকে। কারণ, সিলভাকে দলে পেতে মরিয়া জাভি আবার গাভিও তার পরিকল্পনাতে বেশ ভালোভাবেই আছেন। 

চলতি বছরের ১৪ আগস্ট লা-লিগায় শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামবে বার্সেলোনা। প্রথম ম্যাচে তাদেত প্রতিপক্ষ রায়ো ভায়োকানো। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়াল ছেড়ে সেভিয়াতে গেলেন ইসকো

রিয়াল ছেড়ে সেভিয়াতে গেলেন ইসকো

পুরোনো ঠিকানা লাইপজিগে ফিরছেন ওয়ার্নার

পুরোনো ঠিকানা লাইপজিগে ফিরছেন ওয়ার্নার

নেইমার মনোযোগী হলে বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল: রোনালদো

নেইমার মনোযোগী হলে বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল: রোনালদো

রোনালদোকে ছেড়ে দল গোছানোর পরামর্শ রুনির

রোনালদোকে ছেড়ে দল গোছানোর পরামর্শ রুনির