একাদশে জায়গা হারিয়ে বার্সেলোনা ছাড়লেন উমতিতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৫ পিএম, ২৫ আগস্ট ২০২২
একাদশে জায়গা হারিয়ে বার্সেলোনা ছাড়লেন উমতিতি

রোন্যাল্ড কোম্যানের পর বার্সেলোনার কোচের দায়িত্ব পেয়েছেন জাভি হার্নান্দেজ। নতুন কোচের অধীনে মাত্র এক ম্যাচ খেলা স্যামুয়েল উমতিতি ছেড়েছেন বার্সেলোনা। নতুন ক্লাব হিসেবে বেছে নিয়েছেন ইতালিয়ান সিরি ‘এ’-র দল লিসকে। তার দল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা।

২৮ বছর বয়সী এই ফরাসি তারকা বার্সেলোনায় প্রায় ২০ মিলিয়ন ইউরো বেতন পেতেন। ক্লাব ছাড়লেও বেতনের প্রায় পুরোটার দায়ভারটা থাকছে কাতালান ক্লাবটির হাতেই। 

বেতনের ভার বার্সেলোনার হাতে থাকলেও এখান থেকে লাভবান হওয়ার সুযোগ থাকছে ক্লাবটির। লিসের হয়ে উমতিতির খেলা প্রতিটির ম্যাচের জন্য বোনাস পাবে বার্সেলোনা।

উমতিতি ক্লাব ছাড়ায় নতুন দল-বদলে যোগ দেওয়া কুন্দেকে খেলানোর সুযোগ পাবে বার্সেলোনা। এর আগে কুন্দেকে নিজেদের ফুটবলার হিসেবে লা লিগায় রেজিস্ট্রেশন করাতে পারেনি ক্লাবটি।

লিসে যোগ দেওয়ার আগে গুঞ্জন ছিল নিজ দেশ ফ্রান্সে ফিরবেন উমতিতি। তবে রেনের মেডিক্যাল টেস্টে পাস করতে না পারায় তাকে দলে ভেড়ায়নি ক্লাবটি। বাধ্য হয়ে ফিরেছিলেন বার্সেলোনায়। খুঁজছিলেন নতুন ক্লাব। অবশেষে দেখা পেয়েছেন লিসের।

কোচ জাভি হার্নান্দেজের অধীনে সাইড বেঞ্চই হয়ে উঠেছিল উমতিতি নিয়মিত ঠিকানা। এই সময়ে মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। লিসের হয়ে নিয়মিত খেলতে পারবেন বলেই আশা দলগুলোর।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

৬ গোলের ফ্রেন্ডলি ম্যাচ, বার্সেলোনা-ম্যানসিটির জিতলো না কেউ

৬ গোলের ফ্রেন্ডলি ম্যাচ, বার্সেলোনা-ম্যানসিটির জিতলো না কেউ

সিটিতে সুখে আছি: সিলভা

সিটিতে সুখে আছি: সিলভা

বার্সার স্টেডিয়ামে লেভানডোভস্কির ঘড়ি চুরি

বার্সার স্টেডিয়ামে লেভানডোভস্কির ঘড়ি চুরি

মৌসুম পেরুতেই শেষ ডিপাইয়ের বার্সেলোনা অধ্যায়

মৌসুম পেরুতেই শেষ ডিপাইয়ের বার্সেলোনা অধ্যায়