বায়ার্ন-ইন্টারকে সঙ্গী করে গ্রুপ অব ডেথে বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১০ পিএম, ২৬ আগস্ট ২০২২
বায়ার্ন-ইন্টারকে সঙ্গী করে গ্রুপ অব ডেথে বার্সেলোনা

সর্বশেষ ২০২১-২২ মৌসুমে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে ইউরোপা লিগে খেলেছিল বার্সেলোনা। ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ফিরেই গ্রুপ অব ডেথে নাম লিখিয়েছে ক্লাবটি। এই গ্রুপে তাদের সঙ্গী হয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) তুরস্কের রাজধানী ইস্তানবুলে অনুষ্ঠিত হয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠান। সেখানেই জানা যায় গ্রুপ অব ডেথে খেলবে বার্সেলোনা। এই নিয়ে টানা চতুর্থবার চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা। 

এছাড়াও তাদের সঙ্গী হয়েছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। ২০২০-২১ মৌসুমে সিরি ‘এ’ শিরোপা জেতা ইন্টার সর্বশেষ মৌসুমে জিততে পারেনি। দুই পয়েন্টের ব্যবধানে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের কাছে পয়েন্ট খোয়ায় তারা।

বায়ার্ন, ইন্টার ও বার্সেলোনার সঙ্গী হয়েছে ভিক্টোরিয়া প্লাজেন। কোনো অঘটনের জন্ম না দিলে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হতে পারে ক্লাবটি।

চ্যাম্পিয়নস লিগের আট গ্রুপ:

গ্রুপ এ: আয়াক্স, লিভারপুল, নাপোলি, রেঞ্জার্স,
গ্রুপ বি: পোর্তো, আতলেতিকো মাদ্রিদ, বায়ার লেভারকুজেন, ক্লাব ব্রুজ
গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান, ভিক্তোরিয়া প্লাজেন
গ্রুপ ডি: আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, টটেনহ্যাম হটস্পার, স্পোর্তিং লিসবন, মার্সেই
গ্রুপ ই: এসি মিলান, চেলসি, সালসবুর্ক, দিনামো জাগরেব,
গ্রুপ এফ: রিয়াল মাদ্রিদ, লাইপজিগ, শাখতার দোনেৎস্ক, সেল্টিক
গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, সেভিয়া, বরুশিয়া ডর্টমুন্ড, কোপেনহেগেন,
গ্রুপ এইচ: পিএসজি, ইউভেন্তুস, বেনফিকা, ম্যাকাবি খাইফা

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

একাদশে জায়গা হারিয়ে বার্সেলোনা ছাড়লেন উমতিতি

একাদশে জায়গা হারিয়ে বার্সেলোনা ছাড়লেন উমতিতি

বার্সেলোনা-পিএসজি-জুভেন্টাসসহ ২০টি ক্লাবের বিপক্ষে তদন্তে উয়েফা

বার্সেলোনা-পিএসজি-জুভেন্টাসসহ ২০টি ক্লাবের বিপক্ষে তদন্তে উয়েফা

সিটিতে সুখে আছি: সিলভা

সিটিতে সুখে আছি: সিলভা

লেভানডোভস্কির প্রথম গোলের রাতে জয়ে ফিরলো বার্সেলোনা

লেভানডোভস্কির প্রথম গোলের রাতে জয়ে ফিরলো বার্সেলোনা