‘বিশ্বসেরা’ কাভানিকে দলে নিলো ভ্যালেন্সিয়া 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫২ পিএম, ৩০ আগস্ট ২০২২
‘বিশ্বসেরা’ কাভানিকে দলে নিলো ভ্যালেন্সিয়া 

ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তি শেষে ক্লাবহীন ছিলেন উরুগুয়ের তারকা ফুটবলার এডিনসন কাভানি। দল বদলের শেষ মুহূর্তে এসে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চুক্তিবদ্ধ করার ঘোষণায় কাভানিকে ‘বিশ্বসেরা’ বলে অ্যাখায়িত করেছেন ভ্যালেন্সিয়া।

সোমবার (২৯ আগস্ট) কাভানিকে চুক্তিবদ্ধ করার ঘোষণা দেয় স্প্যানিশ ক্লাবটি। সেই ঘোষণাতে কাভানিকে ‘বিশ্বসেরা’ উল্লেখ করে ভ্যালেন্সিয়া লিখে, “ক্যারিয়ার জুড়ে, তিনি মোট ২৫টি ট্রফি জিতেছেন এবং যেখানেই খেলেছেন সেখানেই গোল উদযাপন করেছেন। এডিনসন কাভানি বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন, তার গোলস্কোরিং রেকর্ডেই তা প্রমাণিত।”

প্রথমবারের মতো স্প্যানিশ ক্লাবে আসা কাভানি এর আগে খেলেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২০-২১ মৌসুমে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন কাভানি। প্রথম মৌসুমে আলো ছড়ালেও দ্বিতীয় বছর রোনালদোর ছায়ায় পড়ে যান।

রেড ডেভিলদের হয়ে ৫৯ ম্যাচে করেছিলেন ১৯ গোল ও ৭ অ্যাসিস্ট। ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছিলেন পিএসজির জার্সিতে। সেখানে ৩০১ ম্যাচে ২০০ গোলের পাশাপাশি করেছিলেন ৪৩ অ্যাসিস্ট।

এছাড়াও ইতালিয়ান ক্লাব নাপোলির জার্সিতেও খেলেছিলেন। নাপোলির জার্সিতেই নিজের ইউরোপ মিশন শুরু করেন উরুগুইয়ান। এর আগে খেলেছিলেন নিজ দেশের ক্লাব পালের্মোতে।

স্প্যানিশ ফুটবলের পরাশক্তি ভ্যালেন্সিয়া বেশ কয়েক মৌসুম ধরেই বেশ ছন্দহীন। সর্বশেষ মৌসুমে নয় নম্বরে থেকে লিগ শেষ করা দলটি এবারও আছে বেশ পিছনে। এখন পর্যন্ত তিন ম্যাচের একটিতে জিতে ১৪ নম্বরে আছে দলটি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

শতবর্ষের বিশ্বকাপ আয়োজনে আর্জেন্টিনার আবেদন

শতবর্ষের বিশ্বকাপ আয়োজনে আর্জেন্টিনার আবেদন

সুয়ারেজের নতুন ঠিকানা শৈশবের ক্লাব ন্যাসিওনাল

সুয়ারেজের নতুন ঠিকানা শৈশবের ক্লাব ন্যাসিওনাল

থ্রি বাইটস, নো কার্ড!

থ্রি বাইটস, নো কার্ড!

শতবর্ষে বিশ্বকাপ: ২০৩০ সালে স্বাগতিক হতে চায় আর্জেন্টিনা-উরুগুয়ে

শতবর্ষে বিশ্বকাপ: ২০৩০ সালে স্বাগতিক হতে চায় আর্জেন্টিনা-উরুগুয়ে