‘চ্যাম্পিয়নস লিগে পিএসজি ফেভারিট নয়’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২২ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২২
‘চ্যাম্পিয়নস লিগে পিএসজি ফেভারিট নয়’

ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) অন্দরমহল দেখলে তারার হাঁট  বললেও হয়তো কম বলা হবে। লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপে থেকে শুরু করে সার্জিও রামোস, কাইলর নাভাস বা আশরাফ হাকিমি! কে নেই দলটির ড্রেসিংরুমে। 

কাগজে কলমে যে কোনো টুর্নামেন্টেই শুধু ফেভারিট নয়, সম্ভাব্য শিরোপ জয়ী দল হিসেবেই গন্য হওয়ার কথা। অথচ আসন্ন চ্যাম্পিয়নস লিগে নাকি পিএসজি ফেভারিট নয়, দাবি দলটির কোচ ক্রিস্টোফার গ্যাল্টিয়েরের। 

লিগ ওয়ানে চলতি মৌসুমের শুরুতে দুর্দান্ত পিএসজিকে দেখা গেছে। মেসি নেইমার ও এমবাপের আক্রমণভাগ শুরু থেকে গোল বন্যায় ভাসানো শুরু প্রতিপক্ষকে। প্রথম ছয় ম্যাচে পিএসজি প্রতিপক্ষে জালে বল পাঠিয়েছে ২৪ বার। 

তবে লিগ ওয়ানে সাফল্য পেলেও কাড়ি কাড়ি টাকা খরচ করেও চ্যাম্পিয়নস লিগে কোনো সফলতা নেই দলটির। ইতিহাসে মাত্র একবারই ফাইনাল খেলেছিল, কিন্তু শিরোপা জিততে পারেনি।

লা লিগায় গোল হজম না করার রেকর্ড ভিয়ারিয়ালের

নতুন কোচ ক্রিস্টোফারের অধীনে সেই ব্যর্থতা ঘোচাতে চায় পিএসজি। সেই লক্ষ্যে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ইতালিয়ার ক্লাব জুভেন্টাসের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচের আগে নিজেদের ফেভারিট তকমা উঠিয়ে দিলেন তিনি।

পিএসজি বস বলেন, “প্রতি বছর ৮ বা ৯টি দল থাকে (চ্যাম্পিয়নস লিগে), যাদের শিরোপাটি জয়ের সামর্থ্য আছে। আমরা কি ফেভারিট? না।” 

সিরি-আ’তে পাঁচ ম্যাচে দুই গোল হজম করেছে জুভেন্টাস। ফলে তাদের রক্ষণ যে বেশ ভালোই মজবুত সেটা ভালো করেই জানেন ক্রিস্টোফার। জুভেন্টাস কোচ আল্লেগ্রির অভিজ্ঞতার কথাও শোনা গেল তার মুখে।

“এই দলের বিপক্ষে মাঠে ফাঁক খুজে বের করা খুবই কঠিন।আমরা এমন একটি দলের মুখোমুখি হবো, যাদের এই প্রতিযোগিতায় অনেক অভিজ্ঞতা আছে। তাদের কোচ (মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি) এমন একজন, যার চ্যাম্পিয়ন্স লিগে আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে” যোগ করেন পিএসজি বস। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে চমক

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা দলে চমক

আমি জানি আন্তোনি কী করতে পারে: টেন হাগ

আমি জানি আন্তোনি কী করতে পারে: টেন হাগ

নিয়ম ভঙ্গ করায় পিএসজি-সহ আট ক্লাবকে উয়েফার জরিমানা

নিয়ম ভঙ্গ করায় পিএসজি-সহ আট ক্লাবকে উয়েফার জরিমানা

চ্যাম্পিয়নস লিগে নেই নতুন দল, এক যুগ পর ফিরেছে রেঞ্জার্স

চ্যাম্পিয়নস লিগে নেই নতুন দল, এক যুগ পর ফিরেছে রেঞ্জার্স