চেলসি-ম্যানইউ’র ম্যাচে শেষ মুহূর্তে নাটকীয়তা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৬ পিএম, ২৩ অক্টোবর ২০২২
চেলসি-ম্যানইউ’র ম্যাচে শেষ মুহূর্তে নাটকীয়তা

চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেড হাইভোল্টেজ ম্যাচে জয় পায়নি কোন দল। নিষ্প্রভ ড্র হতে চলা ম্যাচে খেলার শেষ মুহূর্তে গোলের দেখা পায় চেলসি, এর পরেই ম্যাচের নাটকীয়তা শুরু হয়। ইনজুরি সময়ে ম্যানইউর হয়ে গোল দেন সেন্টার মিডফিল্ডার ক্যাসেমিরো। আর তাতেই গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট পায় ম্যানইউ।

চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রেড ডেভিলরা। তবে আক্রমণাত্মক হয়ে খেললেও গোলের দেখা পায় নি ম্যানইউ। অন্যদিকে ৫ জন ডিফেন্ডার ও ২ জন ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে রক্ষণাত্নক ভঙ্গিতে খেলতে থাকে চেলসি।

প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল করতে ব্যার্থ হয় ম্যানইউ। চেলসির হয়ে মেসুন মাউন্ট একটি সহজ সুযোগ পেলেও ম্যানইউর গোলরক্ষক ডেভিড ডি হেয়া তা ঠেকিয়ে দেন। গোলশুন্য ড্র নিয়ে প্রথমার্ধ শেষ করে দুদল।

দ্বিতীয়ার্ধেও চেলসি-ম্যানইউ সুযোগ পেলেও কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি তাদের। তবে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা ম্যানইউর ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যাকটমিনি ৮৮তম মিনিটে কর্নারের সময় ডি-বক্সের ভিতর ফাউল করে বসলে পেনাল্টি পায় চেলসি। সেই পেনাল্টি থেকে দলকে এগিয়ে নিতে ভুল করেননি জর্জিনহো। গোলকিপারকে বোকা বানিয়ে দলকে এগিয়ে নিয়ে যান এই ইতালিয়ান তারকা।

স্ট্যামফোর্ড ব্রিজের সমর্থকরা তখন বিজয়ের স্বাদ পাচ্ছিলেন। ইনজুরি সময়ে শেষ হতে ঠিক ১ মিনিট আগে ব্রুনো ফার্নান্দেস এর পাস থেকে গোল করেন ম্যানইউর ডিফেন্ডার ক্যাসেমিরো। আর তাতেই চেলসির জয়ের স্বাদ তিতো হয়ে যায়। শেষ পর্যন্ত নাটকীয় ড্রয়ে শেষ ম্যাচটি।

১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে ৪র্থ স্থানে আছে চেলসি। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে ৫ম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

স্পোর্টসমেইল২৪/আরআইএম


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবকে সরিয়ে শীর্ষে সাউদি

সাকিবকে সরিয়ে শীর্ষে সাউদি

নবী-রশীদদের হারের স্বাদ দিয়ে জয়ে শুরু ইংল্যান্ডের

নবী-রশীদদের হারের স্বাদ দিয়ে জয়ে শুরু ইংল্যান্ডের

৩৭ বছর পর সেই মেলবোর্নে ভারত-পাকিস্তান

৩৭ বছর পর সেই মেলবোর্নে ভারত-পাকিস্তান

উইলিয়ামসনের রেকর্ড ভেঙে বাবরের পাশে কনওয়ে

উইলিয়ামসনের রেকর্ড ভেঙে বাবরের পাশে কনওয়ে