সেমির মিশনে কাতারে ফিরেছেন রাহিম স্টার্লিং

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৩ এএম, ০৯ ডিসেম্বর ২০২২
সেমির মিশনে কাতারে ফিরেছেন রাহিম স্টার্লিং

কাতারে যখন বিশ্বকাপের উৎসব মুখোর পরিবেশ, ঠিক তখনই বাড়িতে ডাকাতি শিকার হন ইংলিশ ফরোয়ার্ড রহিম স্টার্লিং-এর পরিবার। এর পরেই পরিবারের পাশে থাকতে কাতার ছাড়ে ইংলিশ ফরোয়ার্ড রাহিম স্টার্লিং। তবে মিশন সেমিতে উঠতে আবারও থ্রি লায়ন্স শিবিরে যোগ দিচ্ছেন তিনি।

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) নিশ্চিত করেছে যে, সব কিছু ঠিকঠাক চললে শুক্রবার (৯ ডিসেম্বর) কাতাদের দলের সাথে যোগ দিবেন তিনি। রোববার (১১ ডিসেম্বর) দিনগত রাত ১টায় (বাংলাদেশ সময়) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড। শেষ চারে উঠার মিশনে তাই দলের সাথে থাকতে তেলের দেশে ফিরবেন চেলসির এ স্ট্রাইকার।

এর আগে নকআউট পর্বে সেনেগালের বিপক্ষে মাঠে নামলেও সেদিন একাদশে দেখা যায়নি ইংলিশ স্ট্রাইকার স্টার্লিংকে। শনিবার রাতে স্টার্লিংয়ের বাড়িতে ডাকাত হামলার পর কোচ সাউথগেটের অনুমতি নিয়েই ইংল্যান্ডে চলে যান স্টার্লিং।

দেশে ফেরার পর দলের সাথে আবারও যোগ দেওয়ার বিষয়টি অনিশ্চিত ছিল। তবে সব ধুয়াশা দূর করে সাউথগেটের স্বস্তি ফিরিয়ে আবারও মরুর দেশে দেখা যাবে স্টার্লিংকে।

বয়স ১৮ হওয়ার আগেই জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন স্টারলিং। ২০১২ সাল থেকে এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে মাঠে নেমেছেন ৮১ বার। যেখানে জাতীয় দলের জার্সি গায়ে ক্যারিয়ারে করেছেন ২০টি গোল।

তবে রহিমের কদর বেশি ইংলিশ প্রিমিয়াম লিগে। ২০১৫ থেকে ২০২২ পর্যন্ত ছিলেন ম্যানচেস্টার সিটির সাথে। সিটিতে ৩৩৯ ম্যাচে তার গোল সংখ্যা হলো ১৩১টি।

এর আগে ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত খেলেছেন আরেক ইংলিশ জায়েন্ট লিভারপুলের হয়ে। বর্তমানে তিনি চেলসির হয়ে মাঠে নামছেন। চলতি বছরই তিনি ম্যানসিটি থেকে নাম লেখান ব্লুজদের তালিকায়। ১৭ নম্বর জার্সি গায়ে তার গোল সংখ্যা ১৯ ম্যাচে ৫টি।

স্পোর্টসমেইল২৪/এমটিআর/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও নতুন ইতিহাস রচনার সামনে আর্জেন্টিনা-হল্যান্ড

আবারও নতুন ইতিহাস রচনার সামনে আর্জেন্টিনা-হল্যান্ড

মেসির শট আটকিয়ে ‘হিরো হতে চান’ নোপার্ট

মেসির শট আটকিয়ে ‘হিরো হতে চান’ নোপার্ট

আজই পেলের রেকর্ড ভাঙবেন নেইমার!

আজই পেলের রেকর্ড ভাঙবেন নেইমার!

দীপিকাকে দিয়েই উম্মোচন হবে কাতার বিশ্বকাপের ট্রফি!

দীপিকাকে দিয়েই উম্মোচন হবে কাতার বিশ্বকাপের ট্রফি!