আজই পেলের রেকর্ড ভাঙবেন নেইমার!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০০ এএম, ০৯ ডিসেম্বর ২০২২
আজই পেলের রেকর্ড ভাঙবেন নেইমার!

রেকর্ড ভাঙা-গড়ার মধ্য দিয়ে চলছে ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ। এরই মাঝে বিশ্বমঞ্চ দেখেছে নতুন বেশ কয়েকটি রেকর্ড। সেই তালিকায় আজ (শুক্রবার) দিনগত রাতেই হয়তো যোগ দিবেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। দেশটির জীবন্ত কিংবদন্তি পেলের রেকর্ড ভাঙতে নেইমারের প্রয়োজন আর মাত্র দুটি গোল।

ব্রাজিলের জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত সর্বোচ্চ ৭৭ গোলের মালিক ফুটবল সম্রাট পেলে। অন্যদিকে, চলতি বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের জার্সিতে ক্যারিয়ারের ৭৬তম গোলটি পেয়ে গেছেন নেইমার।

তাইগুক ওয়ারিয়র্সদের বিপক্ষে স্পট কিকের গোল থেকেই পেলের রেকর্ড স্পর্শের দোরগোড়ায় পৌঁছেছে লিয়ান স্ট্রাইকার।

সব কিছু অনুকূলে থাকলে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল পেলেই পেলের রেকর্ড স্পর্শ করবেন পিএসজির এ তারকা ফরোয়ার্ড।

এদিকে, ব্রাজিলের তৃতীয় খেলোয়ার হিসেবে তিনটি আলাদা বিশ্বকাপে গোল করার নজির করেছিলেন ৩০ বছর বয়সী এ সেলেসাও তারকা। এর আগে পেলের সাথে এ রেকর্ডে একমাত্র অংশীদার ছিলেন রোনালদো নাজারিও।

সাম্বা ঝড়ে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করে কাতার বিশ্বকাপের শেষ আটে উঠেছে ব্রাজিল। ভিনিসিয়ার জুনিয়র, নেইমার, রিচার্লসন, লুকাস পাকুয়েতা আগুনে শেষ হয় তাইগুক ওয়ারিয়র্সদের কোয়ার্টারের স্বপ্ন। ম্যাচের ১৩ মিনিটে স্পট কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ৭৬ গোলের মালিক হয়ে যান দ্য ফেনোমেনন।

স্পোর্টসমেইল২৪/এমটিআর/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

নেইমারকে দ্রুত সুস্থ করতে নাসার প্রযুক্তি ব্যবহার

নেইমারকে দ্রুত সুস্থ করতে নাসার প্রযুক্তি ব্যবহার

মেসিকে বলেছি ‘আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতবে ব্রাজিল’: নেইমার

মেসিকে বলেছি ‘আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতবে ব্রাজিল’: নেইমার

পিএসজির ড্রেসিংরুমে নেইমার-এমবাপের তর্কাতর্কি

পিএসজির ড্রেসিংরুমে নেইমার-এমবাপের তর্কাতর্কি

দক্ষিণ কোরিয়াকে বিধ্বস্ত করে কোয়ার্টারে ব্রাজিল

দক্ষিণ কোরিয়াকে বিধ্বস্ত করে কোয়ার্টারে ব্রাজিল