ব্রাজিলের ম্যাচেও কি অঘটন ঘটবে!

মুহাম্মাদ তাওহীদুর রহমান মুহাম্মাদ তাওহীদুর রহমান প্রকাশিত: ০৪:২৫ পিএম, ০৯ ডিসেম্বর ২০২২
ব্রাজিলের ম্যাচেও কি অঘটন ঘটবে!

কাতার বিশ্বকাপে শেষ চারে উঠার লড়াইয়ে রাতে মুখোমুখি হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে সেমির মিশনে বাধা এখন গত আসরের রানার্সআপ দল। তবে কোকাস্তিদের থেকেও অন্য কিছুর ভয়ে আছে ব্রাজিল সমর্থকেরা। তাদের আতঙ্কের কারণ ম্যাচটির ভেন্যু, আল রায়ানের এডুকেশন সিটি স্টেডিয়াম।

চলমান ২২তম ফুটবল বিশ্বকাপ এবার যতগুলো অঘটন দেখেছে ফুটবল বিশ্ব তার বেশির ভাগই হয়েছে এ স্টেডিয়ামেয়। এখানেই গ্রুপ পর্বের ম্যাচে রোনালদোর পর্তুগাল হেরেছিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। এডুকেশন সিটির ম্যাচটি ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছিল তাইগুক ওয়ারিয়র্সদের

সিআরসেভেনদের বিপক্ষে ২-১ গোলের জয়ে কোরিয়া পেয়েছিল নকআউট পর্বের টিকিট। গ্রপ পর্বের আরেক ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকেও রুখে দিয়েছিল তিউনেশিয়া। ঈগলস অব কারথেজদের কাছে ১-০ গোলের তিক্ত পরাজয় নিয়ে এডুকেশন সিটির মাঠ ছেড়েছিল এমবাপ্পে-বেনজেমার দলটি।

তবে কেবল গ্রুপপর্বেই যে এমন অঘটন, তা নয়। নক আউট পর্বেও এ ভেন্যুতেই রেকর্ড দেখেছে বিশ্বমঞ্চ। ৩৬ বছর পর নকআউটে খেলা মরক্কোও এ ভেনুতে (এডুকেশন সিটি) ইতিহাস রচনা করে। ২০১০ এর চ্যাম্পিয়ন স্পেনকে ট্রাইবেকারে হারিয়ে প্রথম বারের মতো শেষ আটে উঠে অ্যাটলাস লায়ন্সরা।

এডুকেশন সিটি ভেনুতে বড় দলগুলোর সাথে হওয়া এমন অঘটন নতুন করে ভাবিয়ে তুলেছে ব্রাজিল প্রেমিদের। পর্তুগাল-ফ্রান্স-স্পেনের পর এবার কি ব্রাজিলের পালা -এমন দুশ্চিন্তা আছে ভক্তদের মনে।

তবে ভাগ্যের নির্মম পরিহাসের কথা না ভেবে সমীকরণে তাকালে এগিয়ে থাকবে ব্রাজিল। ক্রোয়েশিয়ার সাথে সামনা-সামনি লড়াইয়ে এগিয়ে পাঁচ বারের চ্যাম্পিয়নদের। চার বারের মুখোমুখিতে একটি ড্র ও তিনটি জয় সেলেসাওদের।

২০০৫ সালের প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র করে দল দুটি। এরপর ২০০৬ সালে বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে কাকার একমাত্র গোলে ১-০ গোলে জয় পায় ব্রাজিল। ২০১৪ সালে আবারও বিশ্বকাপে একই গ্রুপ পর্বে মুখোমুখি হয় দল দুটি। সে বার নেইমারের জোড়া গোলে উড়িয়ে দেয় ক্রোয়েশিয়াকে। ৩-১ গোলের বাকি গোলটি করে অস্কার। ব্রাজিলের বিপক্ষের গোলটিও করে স্বদেশি ডিফেন্ডার মার্সেলো।

সবশেষ প্রীতি ম্যাচে দু’দল একত্রিত হয় ২০১৮ সালে। সে বারও ২-০ গোলের হারের তিক্ত স্বাদ পায় লুকা মদ্রিজের দল। ওই ম্যাচেও জয়ের কারিগর ছিলেন নেইমার। ম্যাচের ৬৯ মিনিটে জালের দেখা পেয়ে যায় ব্রাজিলিয়ান সুপারস্টার। এরপর অতিরিক্ত সময়ে ফিরমিনো গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তিতের শিষ্যরা।

এদিকে, চলমান বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ব্রাজিলের নতুন রূপ দেখেছে বিশ্বমঞ্চ। ভিনিসিয়ার জুনিয়র, নেইমার, রিচার্লসন, লুকাস পাকুয়েতাদের সাম্বা ঝড়ে বিধ্বস্ত হয়েছে প্রতিপক্ষ। মিশন হেক্সাতে বাধা হতে পারেনি সার্ভিয়া, সুইজার‍ল্যান্ড কিংবা দক্ষিণ কোরিয়া। এবার সেমির সামনে প্রতিপক্ষ গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া।

তবে লড়াইয়ে ক্রোয়েশিয়াও কম নয়। শেষ ১০ ম্যাচে একটিও হারেনি তবে লড়াইয়ে ইউরোপের দেশটি। আবার আর ব্রাজিলের হেক্সা মিশনে বাধা হয়ে দাড়াই ইউরোপ। নকআউপ পর্বে ইউরোপীয় শক্তির কাছেই হারের তিক্ত স্বাদ পেয়ে স্বপ্ন ভঙ্গ হয় সেলেসাওদের। তবে সব জল্পনা কল্পনা শেষে ঠিক কোন দল শেষ চারে পৌঁছাবে সেটি দেখতেই মুখিয়ে রয়েছে কোটি কোটি ফুটবল প্রেমিরা।

স্পোর্টসমেইল২৪/এমটিআর/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

হাজারতম ম্যাচে মেসির একাধিক কীর্তি

হাজারতম ম্যাচে মেসির একাধিক কীর্তি

একজন মেহেদী মিরাজ ও টিম টাইগারের স্বস্তি

একজন মেহেদী মিরাজ ও টিম টাইগারের স্বস্তি

দক্ষিণ কোরিয়াকে বিধ্বস্ত করে কোয়ার্টারে ব্রাজিল

দক্ষিণ কোরিয়াকে বিধ্বস্ত করে কোয়ার্টারে ব্রাজিল

নেইমারকে দ্রুত সুস্থ করতে নাসার প্রযুক্তি ব্যবহার

নেইমারকে দ্রুত সুস্থ করতে নাসার প্রযুক্তি ব্যবহার