২০২৫ সালে আরও একটি বিশ্বকাপ আয়োজন করবে ফিফা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৬ এএম, ১৭ ডিসেম্বর ২০২২
২০২৫ সালে আরও একটি বিশ্বকাপ আয়োজন করবে ফিফা

ইউরোপের বড় ক্লাবগুলোর বিরোধীতার মধ্যেই ৩২টি দল নিয়ে ক্লাব বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দিলো ফিফা। ২০২৫ সাল থেকে টুর্নামেন্টটি চালু করা হবে বলে জানিয়েছেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো।

টুর্নামেন্টটি সম্প্রসারণের প্রকল্পটি দীর্ঘদিন ধরেই লালন করে আসছিলেন ইনফান্তিনো। ইউরোপের ৮টি দলসহ ২৪ ক্লাবের ইভেন্টটি ২০২১ সালে চীনে শুরুর কথা ছিল। তবে করোনা মহামারির কারণে সেটি স্থগিত করা হয়। ইনফান্তিনো বলেছেন, নতুন চেহারার টুর্নামেন্টটি আগের পরিকল্পনার চেয়েও বড় হবে।

দোহায় বিশ্বকাপ দেখতে আসা ফিফা প্রধান শুক্রবার বলেন, “কয়েক বছর আগে ২৪টি ক্লাব নিয়ে পুরুষদের ক্লাব বিশ্বকাপ আয়োজনের বিষয়ে আমরা একমত হয়েছিলাম। ২০২১ সালে এটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে সেটি স্থগিত হয়ে যায়।”

তিনি আরও বলেন, “২০২৫ সাল থেকে ৩২টি দল নিয়ে আয়োজন করা হবে নতুন চেহারার ক্লাব বিশ্বকাপ। যেটিকে সত্যিকারের বিশ্বকাপের আমেজ দেওয়া হবে।”

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে সেমি ও ফাইনালের জন্য নতুন ফুটবল ‌‍‘আল হিল্ম’

বিশ্বকাপে সেমি ও ফাইনালের জন্য নতুন ফুটবল ‌‍‘আল হিল্ম’

বিশ্বকাপে সমালোচলদের ‘ভন্ডামি’ বললেন ফিফা সভাপতি

বিশ্বকাপে সমালোচলদের ‘ভন্ডামি’ বললেন ফিফা সভাপতি

কাতার বিশ্বকাপ: চ্যাম্পিয়ন দল পাবে  ৪৩৪ কোটি টাকা

কাতার বিশ্বকাপ: চ্যাম্পিয়ন দল পাবে ৪৩৪ কোটি টাকা

শতবর্ষের বিশ্বকাপ আয়োজনে আর্জেন্টিনার আবেদন

শতবর্ষের বিশ্বকাপ আয়োজনে আর্জেন্টিনার আবেদন