জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলের সেমি-ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে সিরাজগঞ্জ জেলা দল। রাজধানীর কমলাপুরের বীরশ্রেষ্ট মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমি-ফাইনালে যশোরকে ২-০ গোলে হারিয়ে তারা ফাইনালের টিকিট নিশ্চিত করে।
প্রথমার্ধে পেনাল্টি থেকে শিশিরের গোলে এগিয়ে যায় সিরাজগঞ্জ। এরপর দ্বিতীয়ার্ধে পায়েলের চমৎকার এক গোল দলের জয় নিশ্চিত করে। পুরো ম্যাচজুড়ে উভয় দলই একাধিক সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি যশোরের ফরোয়ার্ডরা।
ম্যাচের শুরু থেকেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। যশোরও বেশ ভালো লড়াই করলেও শেষ পর্যন্ত গোলের সুযোগ কাজে লাগিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে সিরাজগঞ্জ। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জের পায়েল।
এ জয়ের ফলে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনালে উঠলো সিরাজগঞ্জ জেলা দল। এখন তারা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই ২২ নভেম্বর দিনাজপুরের বিপক্ষে মাঠে নামবে ফাইনালে।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিদ আওয়াল বলেন, “জেলা পর্যায়ে এখন যেভাবে প্রতিযোগিতা বাড়ছে, এটা আমাদের ফুটবলের জন্য খুবই ইতিবাচক। সিরাজগঞ্জের মতো দলগুলো প্রমাণ করছে, মফস্বলে এখনো অনেক প্রতিভা আছে। আমরা চাই এই প্রতিভাগুলোকে জাতীয় পর্যায়ে নিয়ে আসতে।”
বাফের নির্বাহী সদস্য ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন বলেন, “এবারের আসরে প্রতিটি ম্যাচেই দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। সিরাজগঞ্জের ফাইনালে ওঠা সত্যিই প্রাপ্য। তাদের খেলার মান ও দলগত সমন্বয় ছিল দারুণ। আমরা আশা করছি ফাইনাল ম্যাচটি হবে উপভোগ্য এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।”
