ফ্লাইট মিস করায় পাঁচ ঘণ্টা বিলম্বে ঢাকায় হামজা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৮ পিএম, ১০ নভেম্বর ২০২৫
ফ্লাইট মিস করায় পাঁচ ঘণ্টা বিলম্বে ঢাকায় হামজা

ঢাকায় হামজা চৌধুরী, ছবি- ভিডিও থেকে নেওয়া

নেপাল এবং ভারতের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন লেস্টার সিটির হয়ে খেলা বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরী। ঢাকায় ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ এবং ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে মাঠে নামবেন তিনি।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে ঢাকায় এসে পৌঁছান হামজা চৌধুরী। যদিও ঢাকায় দুপুর ১২টায় হামজা চৌধুরীর অবতরণের কথা ছিল। তবে ঢাকার উদ্দেশ্যে নির্ধারিত ফ্লাইট মিস করায় পরে ফ্লাইটে আসায় পৌঁছাতে পাঁচ ঘণ্টা বিলম্ব হয়েছে।

দুপুরে ঢাকা পৌঁছালে আজকের জাতীয় দলের হয়তো যোগ দিতেন হামজা চৌধুরী। তবে নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টা পরে ঢাকায় অনুশীলনের যোগ দিতে পারেননি তিনি।

“একটা বড় গেম হবে ইন্ডিয়ার বিপক্ষে ইনশা আল্লাহ। লাস্ট ম্যাচে আমরা ভারতের বিপক্ষে জিততে পারিনি, তবে আমরা ভালো খেলেছি। ইনশা আল্লাহ ইন্ডিয়ার সাথে (ঢাকায়) আমরা জিতবো।”

দিনের অনুশীলনে যোগ না দিতে পারায় নেপাল এবং ভারতের বিপক্ষে ম্যাচের জন্য সোমবার (১১ নভেম্বর) জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন তিনি। ফলে নিজের অনুশীলন শুরু করার আগে একদিন বিশ্রাম পাচ্ছেন হামজা চৌধুরী।

ঢাকায় পৌঁছেই ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে বার্তা দিয়েছেন হামজা। ঢাকায় পৌঁছে দারুণ খুশি উল্লেখ করে হামজা বলেন, ‍“একটা বড় গেম হবে ইন্ডিয়ার বিপক্ষে ইনশা আল্লাহ। লাস্ট ম্যাচে আমরা ভারতের বিপক্ষে জিততে পারিনি, তবে আমরা ভালো খেলেছি। ইনশা আল্লাহ ইন্ডিয়ার সাথে (ঢাকায়) আমরা জিতবো।”

এদিকে, কানাডা-ভিত্তিক মিডফিল্ডার সামিত সোম মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে কানাডা থেকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।



শেয়ার করুন :