দুর্দান্ত জয়ে লিগের শীর্ষে বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৮
দুর্দান্ত জয়ে লিগের শীর্ষে বার্সেলোনা

স্বাগতিক রিয়াল সোসিয়েদাদের কাছে শুরুতেই গোল হজম করে বসে কাতালানরা। পরে, দ্বিতীয়ার্ধে গিয়ে লুইস সুয়ারেজ আর ওসমান ডেম্বেলের দুর্দান্ত দুটি গোলে দুরন্ত জয় নিয়েই ঘরে ফিরতে পেরেছে মেসি অ্যান্ড কোং। শনিবার স্প্যানিশ লা লিগায় অ্যাওয়ে ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় নিশ্চিত করে আর্নেস্তো ভালভেরদের শিষ্যরা।

চ্যম্পিয়ন্স লিগ অভিযান শুরু করার আগে সার্জিও বুস্কেটস এবং ফিলিপ কৌতিনহোকে ছাড়াই সোসিয়েদাদের বিপক্ষে সেরা একাদশ সাজান বার্সা কোচ। হোম ম্যাচের অ্যাডভান্টেজ নিয়ে ম্যাচের ১২ মিনিটে আর্টিজ এলাস্তোন্দোর গোলে এগিয়ে যায় সোসিয়েদাদ। প্রথমার্ধে প্রতিপক্ষের রক্ষণকে টপকে আর ডেডলক খুলতে পারেননি মেসি-সুয়ারেজরা।

বিরতির পর ম্যাচের রাশ নিজেদের হাতে টেনে নিতে বুস্কেটস এবং কৌতিনহোকে মাঠে নামান বার্সা কোচ। যদিও সুযোগ নষ্ট না করলে দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে নিতে পারত রিয়াল সোসিয়েদাদ; কিন্তু প্রতিপক্ষ স্ট্রাইকারদের ব্যর্থতায় এ যাত্রায় রক্ষা পায় বার্সা। সোসিয়েদাদের স্ট্রাইকারদের ব্যর্থতার সুযোগ কড়ায়-গণ্ডায় আদায় করে নেয় গতবারের চ্যাম্পিয়নরা। ৬৩ এবং ৬৬ মিনিটে দুটি ক্রস টালমাটাল করে দেয় সোসিয়েদাদ রক্ষণকে। তিন মিনিটের ব্যবধানে ক্রস দুটি গোলে কনভার্ট করে বার্সাকে এগিয়ে দেন সুয়ারেজ ও ডেম্বেলে।

জয়ের পর ম্যাচের নায়ক সুয়ারেজ বলেন, ‘গতবছরও পিছিয়ে থেকে এমন অনেক ম্যাচ জিতেছিলাম আমরা। যা আমাদের চ্যম্পিয়ন করতে সাহায্য করেছিল। প্রথমার্ধে সোসিয়েদাদ টেক্কা দিলেও কৌতিনহো নামতেই ম্যাচে ফিরি আমরা।’ এই জয়ের ফলে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে চলে গেল বার্সেলোনা।


শেয়ার করুন :


আরও পড়ুন

কুর্তোয়া, লোরিস, ক্যাসপার ফিফার বর্ষসেরা গোলরক্ষক

কুর্তোয়া, লোরিস, ক্যাসপার ফিফার বর্ষসেরা গোলরক্ষক

ফিফা বর্ষসেরায় মনোনিত রোনালদো-সালাহ-মড্রিচ

ফিফা বর্ষসেরায় মনোনিত রোনালদো-সালাহ-মড্রিচ

ফিফা বর্ষসেরা কোচের তালিকায় দেশ্যম, দালিচ ও জিদান

ফিফা বর্ষসেরা কোচের তালিকায় দেশ্যম, দালিচ ও জিদান

ব্রাজিল-মেক্সিকোর বিপক্ষে খেলছেন না পুলিসিচ

ব্রাজিল-মেক্সিকোর বিপক্ষে খেলছেন না পুলিসিচ