রাষ্ট্রপতির কাছ থেকে জমি পেলেন তানজানিয়ার ফুটবলাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৫ পিএম, ২৬ মার্চ ২০১৯
রাষ্ট্রপতির কাছ থেকে জমি পেলেন তানজানিয়ার ফুটবলাররা

মিশরে অনুষ্ঠিতব্য আফ্রিকান নেশন্স কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করায় তানজানিয়ার জাতীয় ফুটবল দলের সদস্যদের জমি উপহার দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি জন মাগুফুলি।

গত সোমবার বাছাইপর্বের ম্যাচে উগান্ডাকে ৩-০ গোলে হারিয়ে মিশরের টিকিট লাভ করে তানজানিয়া। ৩৯ বছরের মধ্যে এই প্রথম আফ্রিকার শীর্ষ এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে দেশটি।

রাষ্ট্রপতি বলেন, ‘আপনারা জাতীর জন্য যে সম্মান বয়ে এনেছেন তাতে আমি খুবই খুশি। ভালো কাজের মাধ্যমে নেশন্স কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জনের মাধ্যমে আপনারা তানজানিয়াকে সম্মানের আসনে পৌঁছে দিয়েছেন। এ জন্য প্রত্যেক খেলোয়াড় পার্সেল যোগে (প্রশাসনিক রাজধানী) দমদমায় জমির মালিকানার পত্র পেয়ে যাবেন। আমি বিশ্বাস করি আমাদের খেলোয়াড়রা কায়রোতেও ভালো খেলা উপহার দেবে।’

নাইজেরিয়ার সাবেক আন্তর্জাতিক তারকা এমান্যুয়েল আমুনিকের কোচিংয়ে তানজানিয়া গ্রুপ ভিত্তিক বাছাইপর্বের ম্যাচ থেকে ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে। ফলে ‘এল’ গ্রুপের দ্বিতীয় স্থানধারী দল হিসেবে নেশন্স কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। ওই গ্রুপের শীর্ষ দল হিসেবে চূড়ান্ত পর্বে উঠেছে উগান্ডা।


শেয়ার করুন :


আরও পড়ুন

ইনজুরিতে দল থেকে ছিটকে গেছেন মেসি

ইনজুরিতে দল থেকে ছিটকে গেছেন মেসি

নেইমারহীন ব্রাজিলকে রুখে দিল পানামা

নেইমারহীন ব্রাজিলকে রুখে দিল পানামা

ফিলিস্তিনের কাছেও হারলো বাংলাদেশ

ফিলিস্তিনের কাছেও হারলো বাংলাদেশ

ক্রোয়েশিয়াকে হারিয়ে অঘটনের জন্ম দিল হাঙ্গেরি

ক্রোয়েশিয়াকে হারিয়ে অঘটনের জন্ম দিল হাঙ্গেরি