চুক্তির পরও বার্সা ছাড়তে পারেন মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১২ এএম, ০৬ জানুয়ারি ২০১৮
চুক্তির পরও বার্সা ছাড়তে পারেন মেসি

সম্প্রতি প্রাণের ক্লাব বার্সেলোনার সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করে থেকে যাওয়া পাকাপোক্ত করেছেন ফুটবল যাদুকর রিওনেল মেসি। তবে স্পেনের গণমাধ্যম শুনালো ভিন্ন কথা। বলা হচ্ছে, কাতালোনিয়ারা স্বাধীনতা লাভ করলে বার্সেলোনা ছাড়তে পারেন লিওনেল মেসি। স্পেনের গণমাধ্য শুক্রবার প্রকাশিত এক রিপোর্টে এমনটাই বলা হয়েছে।

গণমাধ্যমে বলা হচ্ছে, কাতালানদের স্বাধীনতা লাভের ফলে বার্সেলোনা যদি আর ইউরোপিয়ান ফুটবলের বড় টুর্নামেন্টে খেলতে না পারে তাহলে দল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন মেসি

মদ্রিদের দৈনিক এল মুন্ডো পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী- বার্সেলোনা যত দিন ‘শীর্ষ পর্যায়ের ইউরোপিয়ান লিগ’ খেলবে ততদিন ক্লাবের হয়ে খেলবেন বলে গত নভেম্বরে চুক্তি করার সময় একটি ধারা অন্তর্ভুক্ত করেছেন মেসি।

বার্সেলোনা ক্লাবের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, ‘গোপনীয়তার কারণেই ক্লাব কর্তৃপক্ষ কখনো খেলোয়াড়দের সঙ্গে চুক্তির বিষয়ে কোন মন্তব্য করে না।’

গত ১ অক্টোবর গণভোটের পর থেকেই কাতালোনিয়ানরা স্পেন থেকে স্বাধীন হতে চাইলে সমস্যা সৃষ্টি হয়। এখন পর্যন্ত যার কোন সমাধান হয়নি। কাতালোনিয়ারা স্বাধীনতা পেলে মেসির মতো বার্সেলোনার তারকা অনেক খেলোয়াড়ই ক্লাব ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

হোঁচট খেল দুর্দান্ত গতিতে ছুটে চলা বার্সা

হোঁচট খেল দুর্দান্ত গতিতে ছুটে চলা বার্সা

রোনালদোকে টপকে মার্কার বর্ষসেরা মেসি

রোনালদোকে টপকে মার্কার বর্ষসেরা মেসি

মেসিকে নেইমারের সতর্কতা

মেসিকে নেইমারের সতর্কতা

মেসির পা ভাঙলো কে?

মেসির পা ভাঙলো কে?