এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০১ পিএম, ০৭ এপ্রিল ২০১৯
এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

এফএ কাপের ফাইনালে ওঠেছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ব্রিজটন এন্ড হোব এলিবিয়নকে ১-০ গোলে হারায় দলটি। সেমিফাইনালের অপর ম্যাচে ওয়াটফোর্ডের মুখোমুখি হবে ওলভারহাম্পটন ওয়ান্ডারার্স। এই ম্যাচে যে জয়ী হবে আগামী ১৮ মে ওয়েম্বলি স্টেডিয়ামে তাদের বিপক্ষেই ফাইনাল খেলবে পেপ গার্দিওলার শিষ্যরা।

খেলার শুরুতেই গ্যাব্রিয়েল জেসুস ম্যানসিটির পক্ষে গোল করেন। মাত্র চার মিনিটে করা সেই একমাত্র গোলেই জয় পায় ম্যানসিটি। ডান প্রান্ত থেকে কেবিন ডি ব্রুয়েনের এক ড্রপ খাওয়া ক্রসে নীচু হেডে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন গ্যাব্রিয়েল জেসুস।

পুরো ম্যাচে ৭০ শতাংশ বল নিয়ন্ত্রণে রাখলেও আর গোলের দেখা পায়নি ম্যানসিটি। দলটি গোলমুখে চারবার শট নিলেও লক্ষ্যভেদ করেছে মাত্র একবার। প্রথমার্ধেই অবশ্য ম্যানসিটি ১০ জনের দলে পরিণত হতে পারতো। তবে সৌভাগ্যক্রমে রিভিউতে দলটির ডিফেন্ডার কাইল ওয়াকার লাল কার্ড পাওয়া থেকে বেচে যান। তাই কোনো বিপদ ছাড়াই ফাইনাল নিশ্চিত হয় দলটির।

এটি এফএ কাপে ম্যানসিটির ১১তম ফাইনাল। সবশেষ ২০১৩ সালে ফাইনালে উইগানের কাছে হেরে যায় দলটি।


শেয়ার করুন :


আরও পড়ুন

অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি বার্সেলোনা

অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি বার্সেলোনা

দুর্দান্ত জয়ে শীর্ষে ফিরলো লিভারপুল

দুর্দান্ত জয়ে শীর্ষে ফিরলো লিভারপুল

লিভারপুলে গোলের রেকর্ড গড়লেন সালাহ

লিভারপুলে গোলের রেকর্ড গড়লেন সালাহ

গোল খেয়েও জুভেন্টাসের জয়, শিরোপার আরও কাছে

গোল খেয়েও জুভেন্টাসের জয়, শিরোপার আরও কাছে