গোল খেয়েও জুভেন্টাসের জয়, শিরোপার আরও কাছে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২১ এএম, ০৭ এপ্রিল ২০১৯
গোল খেয়েও জুভেন্টাসের জয়, শিরোপার আরও কাছে

ঘরের মাঠে পিছিয়ে পড়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে জুভেন্টাস। শনিবার বাংলাদেশ সময় রাতে (স্থায়ী সময় বিকেল) এসি মিলানের বিপক্ষে রোনালদোকে ছাড়াই ২-১ গোলে জয় পেয়েছে জুভেন্টাস। আর এ জয়ে শিরোপা ধরে রাখার আরও কাছে পৌঁছে গেল ক্লাবটি

এই নিয়ে লিগে টানা পাঁচ ম্যাচ রোনালদোকে ছাড়া খেললো জুভেন্টাস। কারণ, গত মাসের আন্তর্জাতিক বিরতিতে সার্বিয়ার বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচে ডান পায়ে চোট পেয়ে মাঠে বাইরে রয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো। এদিকে আগামী রোববার জেনোয়ার কাছে নাপোলি হারলেই টানা অষ্টমবারের মতো সেরি আ শিরোপা ঘরে তুলবে তুরিনের ক্লাবটি।

খেলার প্রথমার্ধে বল দখলে এগিয়ে ছিল মিলান, তার ফল তারা পায়। খেলার ৩৯তম মিনিটে সতীর্থের ছোট পাস থেকে ডি-বক্সের ভেতরে ঢুকেই ডান পায়ের নিচু শটে গোল করেন পোলিশ ফরোয়ার্ড পিওনতেক। এ গোলে দলকে এগিয়ে দিয়ে নিজের ২১ গোল নিয়ে সাম্পদোরিয়ার ফরোয়ার্ড ফাবিও কুয়াইয়েরেল্লার সঙ্গে যৌথভাবে গোলদাতার তালিকায় শীর্ষে উঠেন তিনি।

দ্বিতীয়ার্ধের ৬ মিনিটে দ্বিতীয় গোল খাওয়া থেকে বেঁচে যায় জুভেন্টাস। তবে ৬০তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। ডি-বক্সে আর্জেন্টাইন ফরোয়ার্ড ফাউলের শিকার হলে পেনাল্টিটি পেয়ে যায়।

খেলার ৮১তম মিনিটে জয়সূচক গোল করেন কেন। মিরালেম পিয়ানিচের বাড়ানো বল ধরে কোনাকুনি শটে পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। লিগে এই নিয়ে টানা তিন ম্যাচে গোল করলেন কেন।

ঘরের মাঠে এসি মিলানের বিপক্ষে এই প্রথম টানা আট ম্যাচে জিতলো জুভেন্টাস। ৩১ ম্যাচে ২৭ জয় ও তিন ড্রয়ে শীর্ষে থাকা জুভেন্টাসের বর্তমান পয়েন্ট ৮৪। তাদের চেয়ে ২১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এক ম্যাচ কম খেলা নাপোলি।


শেয়ার করুন :


আরও পড়ুন

র‌্যাংকিংয়ে এগিয়েও ঝুঁকিমুক্ত নয় বাংলাদেশ

র‌্যাংকিংয়ে এগিয়েও ঝুঁকিমুক্ত নয় বাংলাদেশ

এশিয়ায় ফুটবল লিগ আয়োজন করতে চায় চীন

এশিয়ায় ফুটবল লিগ আয়োজন করতে চায় চীন

ম্যানসিটিকে বিশ্বসেরা মনে করছেন লিভারপুল কোচ

ম্যানসিটিকে বিশ্বসেরা মনে করছেন লিভারপুল কোচ

অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি বার্সেলোনা

অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি বার্সেলোনা