বঙ্গমাতা গোল্ডকাপে যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ- লাওস

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ০৩ মে ২০১৯
বঙ্গমাতা গোল্ডকাপে যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ- লাওস

ঘূর্ণিঝড় ‘ফণী’-র কারণে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপের ফাইনালের মাঠে গড়ায়ানি। ফলে বাংলাদেশ- লাওসকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করেছে আয়োজক বাফুফে।

শুক্রবার সন্ধ্যায় বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী প্রেসবক্সে এসে এক সংবাদ সম্মেলনে ফাইনাল বাতিলের কথা জানিয়ে বলেছেন, ‘ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ফণীর কারণে সবাই মিলে ফাইনাল বাতিল করার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে দু’দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হচ্ছে। তবে ফাইনাল ম্যাচ মাঠে না গড়ানোর জন্য জন্য সংশ্লিষ্ট সবার কাছে দুঃখ প্রকাশ করছি।’

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী আসর ছিলো এবার। সেই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ও লাওস দুই দলই নিজেদের শক্তিমত্তার জানান দিয়ে নিশ্চিত করে ফাইনাল।

অবশ্য স্বাগতিকদের চেয়ে একদিক দিয়ে এগিয়ে ছিলো লাওস। আগের তিন ম্যাচে দলটি করেছে ১৮ গোল, হজম করেছে মোটে একটি। অন্যদিকে বাংলাদেশ প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ৭বার, আর হজম করেছে ১ গোল।

মুহুর্মুহু আক্রমণ করে যেখানে লাওস একের পর এক গোল আদায় করে নিয়েছে, সেখানে বাংলাদেশকে পুড়তে হয়েছে গোল না পাওয়ার হতাশায়। সানজিদা-তহুরারা জিতলেও গোল মিসের মহড়া দেখিয়েছেন সব ম্যাচেই। ফাইনালে সব ভুল শুধরে নেওয়ার প্রত্যয় থাকলেও প্রাকৃতিক দুর্যোগে তা দেখানোর সুযোগ পেলো না বাংলাদেশ।

প্রসঙ্গত, সেমিফাইনালে মঙ্গোলিয়াকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশের মেয়েরা। অন্যদিকে লাওস বিধ্বস্ত করে কিরগিজস্তানকে। ৭-১ গোলে উড়িয়ে দিয়েই ফাইনালে উঠেছিল দলটি।


শেয়ার করুন :


আরও পড়ুন

‘ফণী’র প্রভাব বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে

‘ফণী’র প্রভাব বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে

কার হাতে উঠছে বঙ্গমাতা গোল্ড কাপের ট্রফি

কার হাতে উঠছে বঙ্গমাতা গোল্ড কাপের ট্রফি

ইউরোপা লিগে আর্সেনালের জয়, চেলসির ড্র

ইউরোপা লিগে আর্সেনালের জয়, চেলসির ড্র

প্রথম টেস্ট জয়ের ১৩ বছরে বাংলাদেশ

প্রথম টেস্ট জয়ের ১৩ বছরে বাংলাদেশ