হোঁচট খেলো সিটি, জয়ের ধারায় লিভারপুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০২ পিএম, ১৮ আগস্ট ২০১৯
হোঁচট খেলো সিটি, জয়ের ধারায় লিভারপুল

ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে নিজেদের উদ্বোধনী ম্যাচে দারুণ খেলেছিল ম্যানচেস্টার সিটি। প্রথম ম্যাচে ৫-০ গোলে ওয়েস্ট হ্যাম উড়িয়ে দেয়ার পর ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেলো কোচ পেপ গার্দিওলার দল। ঘরের মাঠে তারা ২-২ গোলে ড্র করেছে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে।

তবে সিটির হোঁচট খাওয়ার দিনে সাউদ্যাম্পটনকে ২-১ গোলে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লিভারপুল।

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার রাতে ম্যাচের ২০তম মিনিটেই সিটিকে এগিয়ে দেন রাহিম স্টারলিং। কিন্তু সে ব্যবধান বেশিক্ষণ ধরে রাখা যায়নি। মিনিট তিনেক বাদেই গোল শোধ করে দেন টটেনহ্যামের এরিক লামেলা।

আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো গোলে ম্যাচের ৩৫তম মিনিটে আরকেবার লিড পেয়ে যায় স্বাগতিকরা। কিন্তু ৫৬ মিনিটে ফের সমতায় ফেরে টটেনহ্যাম।

অবশ্য ইনজুরি টাইমে জিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুস যে গোলটি করেছিলেন সেটি বাতিল না হলে ম্যাচের ফলাফল সিটির পক্ষেই যেত। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) জেসুসের গোলটি বাতিল করে দেন।

রাতের অন্য ম্যাচে প্রথমার্থের ইনজুরি টাইমে (৪৫+১ মিনিটে) অতিথি লিভারপুলের প্লেমেকার সাদিও মানে গ্যালারির নিরবতা ভাঙেন। ৭১ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন রবার্তো ফিরমিনো। ম্যাচ শেষ হওয়ার ৭ মিনিট আগে স্বাগতিক সাউদ্যাম্পটনের হয়ে একটি গোল শোধ করেন ড্যানি ইংস।


শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়াল মাদ্রিদের উড়ন্ত সূচনা

রিয়াল মাদ্রিদের উড়ন্ত সূচনা

নতুন চ্যালেঞ্জ নেয়ার অপেক্ষায় ডোমিঙ্গো

নতুন চ্যালেঞ্জ নেয়ার অপেক্ষায় ডোমিঙ্গো

কোনো রকমে মান বাঁচলো অস্ট্রেলিয়ার

কোনো রকমে মান বাঁচলো অস্ট্রেলিয়ার

খেল দেখালেন আর্চার

খেল দেখালেন আর্চার