মেসিকে অনুকরণ করে সাফল্য পেয়েছেন গ্রিজম্যান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩২ এএম, ২৭ আগস্ট ২০১৯
মেসিকে অনুকরণ করে সাফল্য পেয়েছেন গ্রিজম্যান

স্প্যানিশ লা-লিগায় রিয়াল বেটিসকে ৫-২ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। বার্সার হয়ে রাতটি যেন ছিল অ্যান্তোনি গ্রিজম্যানের। তার দেওয়া জোড়া গোলে কাতালানরা বড় ব্যবধানে জয় পেয়েছে। গোল দেওয়ার ক্ষেত্রে গ্রিজম্যান লিওনেল মেসিকে অনুকরণ করতে চেয়েছিলেন এবং উৎযাপনের ক্ষেত্রে বাস্কেটবল তারকা লেব্রন হামেসকে।

ক্যাম্প ন্যূতে নিজের দ্বিতীয় গোল উদযাপনের সময় গ্রিজম্যান বাস্কেটবল সুপার স্টারের লেব্রনের মত হাওয়ায় ভাসতে থাকেন। কর্নার থেকে বাঁকানো শটের গোলটি তিনি করেছেন মেসিকে দেখে।

অ্যান্তোনি গ্রিজম্যান বলেন, ‘আমি দেখেছি লিও (মেসি) অনুশীলনের সময় এমনটি করছেন। সুতরাং আমি তাকে অনুকরণ করার চেষ্টা করেছি। আর উৎযাপনের সময় লেব্রনের কার্যক্রম আমার পছন্দ। সেটিও আমি অনুসরণ করার চেষ্টা করেছি।’

ইজুরির কারণে মেসি সাইডলাইনে বসে থাকায় মাঠে তারকা দ্যূতি ছড়ান অ্যান্তোতি গ্রিজম্যান। কাফ ইনজুরি থেকে ফেরা মেসি এখনও ফিটনেস সম্পূর্ণভাবে ফিরে পাননি। ওই ম্যাচে বার্সেলোনা যে অসাধারণ দক্ষতা প্রদর্শন করেছে, তাতে গত সপ্তাহে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হারের কারণে সৃষ্ট সন্দেহ একেবারেই চলে গেছে।

ম্যাচের ১৫ মিনিটে অবশ্য বেটিসের হয়ে গোলের সূচনা করেছিলেন নাবিল ফেকির। বিরতিতে যাওয়ার আগেই গোলটি পরিশোধ করেন গ্রিজম্যান। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে তিনি গোল করে বার্সাকে লিড এনে দেওয়ার পর কাতালান দলের হয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম গোল করেছেন যথাক্রমে চার্লস পেরেজ, জর্ডি আলবা ও আর্তুরো ভিদাল।

জয়ের পর গ্রিজম্যান বলেছেন, ‘একটি পরাজয়ের পর সব সময় বড় একটি প্রতিক্রিয়ার প্রয়োজন।’


শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়াল বেতিসকে উড়িয়ে দিল বার্সেলোনা

রিয়াল বেতিসকে উড়িয়ে দিল বার্সেলোনা

হার দিয়ে লা লিগা শুরু করলো বার্সেলোনা

হার দিয়ে লা লিগা শুরু করলো বার্সেলোনা

বর্ষসেরার লড়াইয়ে এবার নতুন মুখ

বর্ষসেরার লড়াইয়ে এবার নতুন মুখ

মৌসুমের প্রথম ম্যাচেই মেসিকে পাচ্ছে না বার্সেলোনা

মৌসুমের প্রথম ম্যাচেই মেসিকে পাচ্ছে না বার্সেলোনা