রোনালদোর অবিশ্বাস্য হেডে জুভেন্টাসের জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৯
রোনালদোর অবিশ্বাস্য হেডে জুভেন্টাসের জয়

পাওলো দিবালার ভলি আর ক্রিস্টিয়ানো রোনালদোর হেড থেকে পাওয়া দুই গোলে সাম্পাদোরিয়াকে হারিয়েছে জুভেন্টাস। এ জয়ে ইন্টার মিলানকে সরিয়ে আবারও শীর্ষে ফিরেছে তারা। তবে জুভেন্টাসের জয়ের চেয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বাতাসে ভেসে রোনালদোর করা হেড।

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে সাম্পাদোরিয়ার মাঠে প্রথমবারের মতো খেলতে নামেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম ম্যাচেই বাজিমাত করেন পর্তুগিজ তারকা। তবে শুরুটা হয়েছিল দিবালার বদৌলতে।

খেলার মাত্র ১৯তম মিনিটে অ্যালেক সান্দ্রোর বাড়ানো বল বাঁ পায়ের অসাধারণ এক ভলিতে জালে জড়িয়ে জুভেন্টাসের নিষ্প্রভ আক্রমণভাগে প্রাণ ফিরিয়ে আনেন এ আর্জেন্টাইন ফরোয়ার্ড।

জুভেন্টাসের এগিয়ে থাকার স্বস্তি অবশ্য দীর্ঘায়িত হয়নি। ৩৫তম মিনিটে দারুণ ফিনিশিংয়ে জুভেন্টাসের গোলরক্ষক বুফনকে পরাস্ত করেন সাম্পাদোরিয়ার স্ট্রাইকার জিয়ানলুকা কাপরারি।

এরপর শুরুতে অনুজ্জল থাকা রোনালদো ঠিক সময়ে স্বরূপে দেখা দেন। ৪৫তম মিনিটে সান্দ্রোর ক্রসে হেড করে ঠিকই গোল আদায় করে নেন রোনালদো। অনেকটা বাতাসে ভেসে অনেক উচুতে থাকা বলে হেড করে এ গোল করেন তিনি।

রোনালদোর হেডের দৃশ্য নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে গেছে। দলের জয়ের চেয়ে তার ওই হেডের দৃশ্যই ঘুরছে নেট দুনিয়ায়।

বিরতির পর দুই দলই তেমন আর আক্রমণ করতে পারেনি। ফলে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

এ জয়ের পর ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে জুভেন্টাস। এক ম্যাচ কম খেলে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইন্টার মিলান। আর ১৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে তাছে সাম্পাদোরিয়া।


শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়াল-বার্সা, জিততে পারলো না কেউ

রিয়াল-বার্সা, জিততে পারলো না কেউ

তিন মাস খেলতে পারবে না টিয়েরনে

তিন মাস খেলতে পারবে না টিয়েরনে

সালাহর জোড়া গোল, ১০ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিভারপুল

সালাহর জোড়া গোল, ১০ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিভারপুল

২০২২ পর্যন্ত লিভারপুলে থাকছেন মিলনার

২০২২ পর্যন্ত লিভারপুলে থাকছেন মিলনার