মুজিববর্ষে বাংলাদেশে আসছেন ম্যারাডোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৭ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৯
মুজিববর্ষে বাংলাদেশে আসছেন ম্যারাডোনা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করছে সরকার। তারই ধারাবাহিকতায় আর্জেন্টাইন কিংবদন্তি ও ফুটবলের রাজা দিয়েগো ম্যারাডোনাকে ঢাকায় নিয়ে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এ তথ্য জানান। তবে ম্যারাডোনা কবে ঢাকায় আসবেন তা নিশ্চিত করা হয়নি।

২০২০ সালের ১৭ মার্চ থেকে শুরু হচ্ছে মুজিববর্ষ। পুরো বছরব্যাপী চলবে মুজিববর্ষের নানা কার্যক্রম। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ছাড়াও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলাধুলা বিষয়ক নানা কর্মসূচি হাতে নিয়েছে।

বাফুভে সূত্রে জানা গেছে, ম্যারাডোনা ঢাকায় এক থেকে দুই রাত অবস্থান করতে পারেন। এ সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ছাড়াও সফরে সময় অনুযায়ী বাকি কর্মসূচি ঠিক করা হবে।

এর আগেও ম্যারাডোনাকে ঢাকায় আনার চেষ্টা করা হয়েছিল। সে সময় তিনি কলকাতায় আসলেও শেষ পর্যন্ত আর ঢাকা আসা হয়নি এ ফুটবল কিংবদন্তির। তবে ২০১১ সালে লিওনেল মেসি ঢাকায় এসেছিলেন। নাইজেরিয়ার সাথে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা ফুটবল দল।


শেয়ার করুন :


আরও পড়ুন

খেলোয়াড় নির্বাচনে তৃণমূলে নজর দিতে বললেন প্রধানমন্ত্রী

খেলোয়াড় নির্বাচনে তৃণমূলে নজর দিতে বললেন প্রধানমন্ত্রী

দুই ফুটবল দলকে দেড় কোটি টাকা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

দুই ফুটবল দলকে দেড় কোটি টাকা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

বর্ণবাদী আচরণে ১০ ম্যাচ নিষিদ্ধ বাহরাইনের ফুটবলার

বর্ণবাদী আচরণে ১০ ম্যাচ নিষিদ্ধ বাহরাইনের ফুটবলার

টেস্ট ক্রিকেটে পরিবর্তন আনার কথা ভাবছে আইসিসি

টেস্ট ক্রিকেটে পরিবর্তন আনার কথা ভাবছে আইসিসি