রোনালদিনহোকে নিয়ে কারাগারে ফুটবল টুর্নামেন্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১০ পিএম, ১০ মার্চ ২০২০
রোনালদিনহোকে নিয়ে কারাগারে  ফুটবল টুর্নামেন্ট

ফাইল ছবি

ভূয়া পাসপোর্ট বহন করার কারণে প্যারাগুয়েতে পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছেন সাবেক ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোনালদিনহো। ব্রাজিলের সাবেক এই তারকাকে রাখা হচ্ছে প্যারাগুয়ের আসুনসিওন কারাগারে।

প্যারাগুয়ের আদালতের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী রোনালদিনহো ও তার ভাই রবার্তোকেসহ জরিমানা করেই ছেড়ে দেয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত তাদের ছয় মাসের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। এর পাশাপাশি তদন্ত চালিয়ে যেতেও বলা হয়।

২০০২ সালের বিশ্বকাপ জয়ীকে পেয়ে কারা কর্তৃপক্ষ থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই যে খুশি সেটা বলার অপেক্ষা রাখে না। তাই তো রোনালদিনহোকে নিয়ে একটি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে কারা কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছে ব্রাজিলিয়ান গণমাধ্যম এক্সট্রা।

আসুনসিওন কারাগারের প্রধান কারারক্ষী ব্লাস ভেরা বলেন, ‘আমরা তাকে খেলতে বলছি না। তবে এই টুর্নামেন্টে যোগ দিতে বলা হয়েছে।’

কারাগারে ২০০৫ সালের ব্যালন ডি’অর জয়ী ভালোই আছেন উল্লেখ করে কারা কর্মকর্তা বলেন, ‘তাকে আমরা যখন টিভিতে দেখেছি তখনও যেমন হাসি-খুশি ছিলেন, কারাগারেও তিনি হাসি-খুশিতেই আছেন।’



শেয়ার করুন :


আরও পড়ুন

দর্শকশূন্য মাঠে চাপে থাকবে পিএসজি

দর্শকশূন্য মাঠে চাপে থাকবে পিএসজি

করোনাভাইরাসে স্থগিত বাংলাদেশের বিশ্বকাপ বাছাই ম্যাচ

করোনাভাইরাসে স্থগিত বাংলাদেশের বিশ্বকাপ বাছাই ম্যাচ

খেলার মাঠে প্রাণ হারালেন ফুটবলার

খেলার মাঠে প্রাণ হারালেন ফুটবলার

‘সবকিছু যেখানে ক্ষতিগ্রস্ত সেখানে ম্যাচ আয়োজনের কোন অর্থ নেই’

‘সবকিছু যেখানে ক্ষতিগ্রস্ত সেখানে ম্যাচ আয়োজনের কোন অর্থ নেই’