বিশ্বকাপের স্বত্ব পেতে ‘ঘুষ’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৯ পিএম, ০৭ এপ্রিল ২০২০
বিশ্বকাপের স্বত্ব পেতে ‘ঘুষ’

ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের সর্বশেষ আসর অনুষ্ঠিত হয়েছে রাশিয়াতে। ২০২২ বিশ্বকাপ গড়াবে কাতারে। ‘ঘুষ’ দিয়ে বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেয়েছে কাতার ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট আদালতে এমন অভিযোগই তুলেছেন কৌঁসুলিরা।

ফুটবলে দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। সোমবার (৬ এপ্রিল) নতুন তদন্ত প্রতিবেদনে এ অভিযোগ করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, ‘ফিফা নির্বাহী কমিটির কয়েকজন সাবেক সদস্য ভোট নিয়ে ঘুষের প্রস্তাব পেয়েছিলেন এবং তা গ্রহণও করেছিলেন।’

এ ব্যাপারে দক্ষিণ আমেরিকা ফুটবলের (কনমেবল) সাবেক প্রধান নিকোলাস লিওজ এবং ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সাবেক সভাপতি রিকার্ডো টিসেইরার বিপক্ষে অভিযোগ গঠন করেছে মার্কিন বিচার বিভাগ। তারা আরও জানায়, ‘২০২২ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব কাতারকে পাইয়ে দিতে টাকার বিনিময়ে ভোট দিয়েছিলেন দু’জনই।’

২০১৮ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব রাশিয়াকে পাইয়ে দিতে টাকার বিনিময়ে ভোট দিয়েছিলেন সাবেক ফিফা সহ-সভাপতি জ্যাক ওয়ার্নার। ৪ মিলিয়ন পাউন্ড পেয়েছিলেন তিনি। ভোটাভুটিতে ইংল্যান্ডকে হারিয়ে ২০১৮ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেয়েছিল রাশিয়া।

গত বছর নিজ গৃহে মারা যান লিওজ। ২০০৬ থেকে ২০১২ সালের মধ্যে নানা ব্যাপারে ঘুষ নেওয়ায় ফুটবল থেকে আজীবনের জন্য টিসেইরাকে আগেই নিষিদ্ধ করে ফিফা।


শেয়ার করুন :


আরও পড়ুন

‘নেইমার প্রতারক, নাটক করে’

‘নেইমার প্রতারক, নাটক করে’

করোনাকে পাত্তা না দিয়ে অনুশীলনে বায়ার্ন মিউনিখ

করোনাকে পাত্তা না দিয়ে অনুশীলনে বায়ার্ন মিউনিখ

মেসিদের সিদ্ধান্তে খুশি পুয়োল-জাভিরা

মেসিদের সিদ্ধান্তে খুশি পুয়োল-জাভিরা

করোনাভাইরাসকে পাত্তা না দিয়ে ফুটবল মৌসুম শুরু তাজিকিস্তানের

করোনাভাইরাসকে পাত্তা না দিয়ে ফুটবল মৌসুম শুরু তাজিকিস্তানের