ফ্রেঞ্চ লিগে গোল্ডেন বুট জিতলেন এমবাপে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০১ পিএম, ০৮ মে ২০২০
ফ্রেঞ্চ লিগে গোল্ডেন বুট জিতলেন এমবাপে

ফাইল ছবি

এবারের ফুটবল মৌসুমের ফ্রেঞ্চ লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ঘোষণা করা হয়েছে প্যারিস সেইন্ট-জার্মেই স্ট্রাইকার কিলিয়ান এমবাপের নাম। মোনাকোর ফরোয়ার্ড উইসাম বেন ইয়েডারকে পিছনে ফেলে ফ্রেঞ্চ লিগে গোল্ডেন বুট জিতলেন এমবাপে।

দুজনেই এই মৌসুমে করেছেন সমানসংখ্যক ১৮টি করে গোল। করোনাভাইরাসের কারণে এবারের মৌসুম বন্ধ হওয়ার আগে লিগের ১০টি ম্যাচ বাকি ছিল। কিন্তু মৌসুম শেষের সাথে সাথে টেবিলের শীর্ষে থাকা পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

এমবাপে ও ইয়েডার সর্বোচ্চ ১৮টি করে গোল করলেও ওপেন প্লে’তে তিনটি গোল বেশি করায় ২১ বছর বয়সী এমবাপেকেই সর্বোচ্চ গোলদাতা হিসেবে ঘোষণা করা হয়েছে। বেন ইয়েডার এমবাপের থেকে তিনটি গোল পেনাল্টিতে বেশি করেছেন।

অন্যদিকে এমবাপে এই ১৮টি গোলের মধ্যে ইয়েডারের থেকে তিনটি গোল ওপেন প্লে’তে বেশি করেছেন। যে কারণে গত মৌসুমে ৩৩টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হওয়া এমবাপেকে এবারও সর্বোচ্চ গোলের জন্য পুরস্কৃত করা হচ্ছে। পিএসজি উইঙ্গার এ্যাঙ্গেল ডি মারিয়া সর্বোচ্চ ১৪টি এসিস্ট করে সেরা যোগানদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বায়ার্নের সহকারী কোচ হলেন বিশ্বকাপ রেকর্ডধারী ক্লোসা

বায়ার্নের সহকারী কোচ হলেন বিশ্বকাপ রেকর্ডধারী ক্লোসা

ফাঁস হলো লা লিগার সময়সূচি

ফাঁস হলো লা লিগার সময়সূচি

১০ বিলিয়ন ইউরো কমতে পারে ফুটবলারদের মূল্য

১০ বিলিয়ন ইউরো কমতে পারে ফুটবলারদের মূল্য

বাতিল স্পেনের নারী লিগ, চ্যাম্পিয়ন বার্সেলোনা

বাতিল স্পেনের নারী লিগ, চ্যাম্পিয়ন বার্সেলোনা