মাঠে ফুটবল ফেরানোর অনুমতি দিলো অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৬ এএম, ২৯ মে ২০২০
মাঠে ফুটবল ফেরানোর অনুমতি দিলো অস্ট্রেলিয়া

করোনার সঙ্কটের কারণে মার্চে বন্ধ হয়ে যাওয়া অস্ট্রেলিয়ান পেশাদার ফুটবল লিগ এ-লিগ চালু করার অনুমতি পেল ক্লাবগুলো। মধ্য জুলাইয়ে লিগ শুরু হচ্ছে বলে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন (এফএফএ)। সম্প্রচার কেন্দ্রগুলোর সাথে এই সংক্রান্ত একটি সমঝোতাও হয়েছে বলে জানা গেছে।

এবারের মৌসুম শেষ হতে শেষ আরও ৬ রাউন্ডের খেলা বাকি রয়েছে। কোভিড-১৯ সংক্রমণ রোধ করতে বিশ্বের অন্যতম সফল দেশ হিসেবে অস্ট্রেলিয়াকে শীর্ষ সারিতে রাখা হয়েছে। সামাজিক দূরত্বের বিষয়টি কঠোরভাবে মেনেই দেশটি করোনা সংক্রমণ ঠেকাতে সমর্থ হয়েছে।

এ প্রসঙ্গে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনের প্রধান নির্বাহী জেমস জনসন এক বিবৃবিতে বলেন, ‘২০১৯-২০ এ-লিগের মৌসুম শেষ করতে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। এ জন্য ক্লাব ও প্লেয়ার্স ইউনিয়নের সাথে সমন্বিত একটি পরিকল্পনাও আমরা তৈরী করেছি। মধ্য জুনে খেলোয়াড়রা অনুশীলনে ফিরবেন।

আর শীর্ষ পর্যায়ের ফিটনেস ফিরে পেতে অন্তত মাসখানেক সময়ের প্রয়োজন বলে তারা দাবি জানিয়েছে। সে কারণেই জুলাইয়ে এ-লিগ পুনরায় মাঠে গড়াবে। আগস্টের মাঝামাঝি নাগাদ লিগ শেষ হওয়ার আশা করছি।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সমর্থকদের ছাড়া শিরোপা জয় ‘অদ্ভূত’ ব্যাপার

সমর্থকদের ছাড়া শিরোপা জয় ‘অদ্ভূত’ ব্যাপার

রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি নবায়ন করলেন ক্যাসেমিরো

রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি নবায়ন করলেন ক্যাসেমিরো

জিদান-রোনালদোকে রোল মডেল মানছেন এমবাপে

জিদান-রোনালদোকে রোল মডেল মানছেন এমবাপে

ফেরার আগেই মাঠের বাইরে ফেলিক্স

ফেরার আগেই মাঠের বাইরে ফেলিক্স