ফেরার আগেই মাঠের বাইরে ফেলিক্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১২ এএম, ২৮ মে ২০২০
ফেরার আগেই মাঠের বাইরে ফেলিক্স

করোনাভাইরাসের কারণে প্রায় তিন মাস পর মাঠে ফেরার ঘোষণা দিয়েছে স্প্যানিশ লিগ। তবে শুরু আগেই দুঃসংবাদ পেল। চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন অ্যাথলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার জোয়াও ফেলিক্স।

অ্যাথলেটিকো মাদ্রিদের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, ‘বাম হাঁটুর ইনজুরির কারণে ফেলিক্সকে মাঠের বাইরে থাকতে হবে। তবে সুস্থ হতে কতদিন লাগবে তা বলা যাচ্ছে না।’

এদিকে প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে প্রায় তিন মাস পর জুনে আবারও মাঠে ফিরছে স্প্যানিশ লিগ। ইনজুরির কারণে মাঠের বাইরে চলে যাওয়ায় শুরুর দিকে ফেলিক্সকে দল পাবে না বলে ধারণা করছে ক্লাব কর্তৃপক্ষ। ফলে তাকে ছাড়াই মাঠে নামতে হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

এবার ১৪ খেলোয়াড় নিয়ে একসাথে অনুশীলনে বার্সেলোনা

এবার ১৪ খেলোয়াড় নিয়ে একসাথে অনুশীলনে বার্সেলোনা

লিভারপুল-অ্যাথলেটিকো ম্যাচের কারণে ৪১ জনের প্রাণহানি

লিভারপুল-অ্যাথলেটিকো ম্যাচের কারণে ৪১ জনের প্রাণহানি

কিশোরী ফুটবলারদের ‘ধর্ষণ’, নিষিদ্ধ হাইতি ফুটবলের প্রধান

কিশোরী ফুটবলারদের ‘ধর্ষণ’, নিষিদ্ধ হাইতি ফুটবলের প্রধান

মেসির উপর ক্ষোভ ঝাড়লেন বার্সেলোনা কোচ

মেসির উপর ক্ষোভ ঝাড়লেন বার্সেলোনা কোচ