ক্রিকেট বিশ্বকাপ আয়োজক ভারতে যাচ্ছে না নিউজিল্যান্ড হকি দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৭ এএম, ১৯ মে ২০২১
ক্রিকেট বিশ্বকাপ আয়োজক ভারতে যাচ্ছে না নিউজিল্যান্ড হকি দল

চলতি বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার সূচি রয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে তার আগে করোনা মহমারির কারণে ভারত সফরে যেতে অস্বীকৃতি জানিয়েছে নিউজিল্যান্ড হকি দল। এ মাসের ২৯ ও ৩০ তারিখ প্রো হকি লিগের দুটি ম্যাচ খেলতে ভারতে সফরের কথা ছিল তাদের।

ভারতের ওডিশার ভুবনেশ্বরে এ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রো হকি লিগের দুই ম্যাচ খেলার কথা ছিল ভারত হকি দলের। সোমবার (১৭ মে) ভারতীয় গণমাধ্যমে জানানো হয়, ভারতের করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রকোপের কারণে নিউজিল্যান্ড দল ওডিশাতে আসতে অস্বীকৃতি জানিয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে এ দুই ম্যাচ ছিল টোকিও অলিম্পিকে ভারতের জন্য প্রস্তুতি নেওয়ার মঞ্চ। তবে ভারতীয় হকি দলের সে প্রস্তুতি হচ্ছে না। ২৩ জুলাই থেকে ভারতের টোকিও অলিম্পিক মিশন শুরু হওয়ার কথা।

এর আগে প্রো হকি লিগের বৃটিশ লেগে অংশ নেওয়ার কথা ছিল। তবে, বৃটিশ সরকার সেখানে অংশ নেওয়ার জন্য ভারতীয় হকি দলকে ভিসা দিতে অস্বীকৃতি জানায়। এছাড়াও স্পেন এবং জার্মানীও একই কারণে ভিসা দেয়নি ভারতীয় হকি দলকে।

এপ্রিলে আর্জেন্টিনায় অনুষ্ঠিত হওয়া প্রো হকি লিগে খেলেছিল ভারতীয় হকি দল। এরপর থেকে আর কোনো ধরনের প্রতিযোগীতামূলক ম্যাচ খেলতে পারেনি ভারতীয় হকি দল।

করোনার প্রকোপের কারণে কোনো ক্রীড়া দলই ভারতে আসতে চাচ্ছে না। এছাড়াও কঠোর বায়োবাবল থাকা সত্ত্বেও স্থগিত করতে হয়েছে আইপিএলের ১৪তম আসর। এমন অবস্থায় এ বছরের অক্টোবরে ভারতে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করার পরিকল্পনা করছে আইসিসি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মাঠে হকি ফেরাতে প্রধানমন্ত্রীর কোটি টাকা অনুদান

মাঠে হকি ফেরাতে প্রধানমন্ত্রীর কোটি টাকা অনুদান

দু’দিন আগেই ‘মুক্ত’ সাকিব-মোস্তাফিজ

দু’দিন আগেই ‘মুক্ত’ সাকিব-মোস্তাফিজ

১৬২ কোটি টাকায় ব্যানটেকের হাতে বিসিবির সম্প্রচার স্বত্ব

১৬২ কোটি টাকায় ব্যানটেকের হাতে বিসিবির সম্প্রচার স্বত্ব

আলজাজিরার অভিযোগের প্রমাণ পায়নি আইসিসি

আলজাজিরার অভিযোগের প্রমাণ পায়নি আইসিসি