কোচ হয়ে ঢাকা আসছেন বানসাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১১ আগস্ট ২০১৯
কোচ হয়ে ঢাকা আসছেন বানসাল

সিঙ্গাপুরে অনুষ্ঠেয় জুনিয়র এএইচএফ কাপ সামনে রেখে ঢাকায় আসছেন অজয় কুমার বানসাল। বাংলাদেশ হকি ফেডারেশনের উপদেষ্টা কোচ হিসেবে আসছেন তিনি। অনূর্ধ্ব-২১ নারী দলের সঙ্গে কাজ করবেন তিনি। সেই সঙ্গে আগামী বছর ঢাকায় অনুষ্ঠেয় জুনিয়র এশিয়া কাপের প্রাথমিক ক্যাম্পেও কাজ করবেন বানসাল।

১৫ আগস্ট ঢাকায় পৌঁছানোর কথা রযেছে তাঁর। ১৫ আগস্ট বানসালের হকি ফেডারেশনে রিপোর্ট করার পর ১৮ আগস্ট থেকে শুরু হবে অনূর্ধ্ব-২১ পুরুষ দলের প্রাথমিক ক্যাম্প।

বানসালের নিয়োগের ব্যাপারে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ বলেন, ‘অজয় কুমার বানসাল উপমহাদেশের অন্যতম অভিজ্ঞতম কোচ। তাঁর সঙ্গে বাংলাদেশের অনেক পুরনো সম্পর্ক। তাঁর মূল কাজ থাকবে সিঙ্গাপুরগামী নারী দলকে নিয়ে। আপাতত ১৫ দিনের জন্য তিনি ঢাকায় আসলেও, আমরা চেষ্টা চালাচ্ছি তাঁর মেয়াদ আরো বাড়াতে।’

ভারতের অন্যতম অভিজ্ঞ হকি কোচ বানসাল ভারতীয় কোচদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দ্রোণাচার্য খেতাবপ্রাপ্ত। ভারত জাতীয় হকি দল ও নারী দলের সঙ্গেও ইতোমধ্যে কাজ করেছেন তিনি।


শেয়ার করুন :


আরও পড়ুন

উন্মুক্ত ট্রায়ালে বাছাই হলো ৩৫ হকি খেলোয়াড়

উন্মুক্ত ট্রায়ালে বাছাই হলো ৩৫ হকি খেলোয়াড়

ইনডোর হকির ইতিহাসে বাংলাদেশের প্রথম জয়

ইনডোর হকির ইতিহাসে বাংলাদেশের প্রথম জয়

এশিয়ান ইনডোর হকিতে বাংলাদেশ

এশিয়ান ইনডোর হকিতে বাংলাদেশ

হকি খেলতে থাইল্যান্ড যাচ্ছে ৩৪ বাংলাদেশি

হকি খেলতে থাইল্যান্ড যাচ্ছে ৩৪ বাংলাদেশি